এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক


একস্ট্রা ম‍্যারেটাল

ঐন্দ্রিলা মহিন্তা

১.
   ইচ্ছেমতীর গাঙচিল আলোকবর্ষ অতিক্রান্ত
   অষ্টাদশী নীড় । গোলাপসিদ্ধ মজলিস
   বামাবর্তী চাপে তন্দুরী পুড়তে থাকে.....
    হাতটানে অলিখিত ভিসুভিয়াস
   প্রজননমালা গাঁথে ।

২.
  বাস্তুশাপের আলপনায় মালভূমি অতিক্রম
  জনান্তিকার উভচরী প্রপেলার
  কুচিকুচি আবেগভরা রেকাবিতে উৎসর্গীকৃত ।
  দিঘাপাথর আলতাঘোরে শেকলনামা
  রূপোলী ঘোড়ায় -- জাড্যমুখী বুলেট
  নিউটনের হাতপুতুল হয়ে ওঠে !

৩.
   বিনোদনী সূর্যাস্ত  ছটা কুড়োতে
   থাকে..... ফুটোফুটো অন্ধবেশ্যার
   পিরিচে প্রশ্বাস । বিষমবাহুর রেলচক্র
   বিচ্যুতিকোণে গতিপথের পোট্রেট আঁকে ।

৪.
    তিরূপতি বেছানো আশ্বিনী উচ্ছ্বাস
   গঙ্গাস্নানে ব্রাহ্মক্রোধ ! মজ্জামুখী গুপ্তচর
   সেওকী  কর্মবাচ্য ? দোয়াতঢালা চন্দ্রপুলি
   মহাকালের উল্কাছাদে : উদ্ভৃত্ত ফোটন ।

৫.
    সত্তরের রেনেসাঁস হাতড়ানো কুয়াশাচুম্বন
    দলাদলা নৈবেদ্য পার্বণীঘোর -- জমকালো
     টিস্যুবোনা শ্যাওলার বিপর্যস্ততা
     সত্যান্বেষী ফাগে জন্মান্তর খোঁজে.....