💗💗💗💗💗💗💗💗💗💗
আঁকিবুঁকি
অনিন্তিকা সাহাবয়স : ৫ বছর ৯ মাসপ্রথম শ্রেণিPodar World School, Nagpur |
তমোহী ভট্টাচার্য্য তৃতীয় শ্রেনী Assembly of God Church (Asansol) |
#আড়ি
তিন্নি আজ আড়ি করেছে
স্কুল যাবেনা কিছুতেই
যতই আমি বোঝাই কেন
চায়না সে বুঝতেই
আমি বলি রাগ কেন
হয়েছে কি বলবি?
ততই সে ফোলায় গাল
তুই কোথায় চললি
অনেক পরে বললো সে
আসলে হয়েছে কি
আমাদের আমগাছ এ
বাসা বেঁধেছে জোনাকি
দুটো আমায় দাওনা পেড়ে
প্লিজ দাদুভাই
দেখোনা মা কেমন
বকছে আমায় যাচ্ছেতাই
সৃজা রায়।
সৃজা রায়।
৭ বছর।
ক্লাস টু।
সেন্ট ফ্রান্সিস স্কুল।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তিন্নি আজ আড়ি করেছে
স্কুল যাবেনা কিছুতেই
যতই আমি বোঝাই কেন
চায়না সে বুঝতেই
আমি বলি রাগ কেন
হয়েছে কি বলবি?
ততই সে ফোলায় গাল
তুই কোথায় চললি
অনেক পরে বললো সে
আসলে হয়েছে কি
আমাদের আমগাছ এ
বাসা বেঁধেছে জোনাকি
দুটো আমায় দাওনা পেড়ে
প্লিজ দাদুভাই
দেখোনা মা কেমন
বকছে আমায় যাচ্ছেতাই
সৃজা রায়।
সৃজা রায়।
৭ বছর।
ক্লাস টু।
সেন্ট ফ্রান্সিস স্কুল।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
*তারার দেশে*
একটা তারা, দুটো তারা
তারার দেশে আজ
লক্ষ ফুলের বাগানেতে
কিসের এত সাজ?
তিনটে তারা, চারটে তারা
তারার নাম শিশু
মেরিয়ামের কোলেও তারা
ছোট্ট সেই যীশু।
পাঁচটা তারা, ছয়টা তারা
পথের পাশে ওরা
মায়ের কোলেও ঠাই হয়নি
একা জগৎ জোড়া।
সাতটা তারা, আটটা তারা
স্কুলের বাসে যায়
ব্যাগের ভার কাঁধের উপর
চলা বড় দায়
নয়টা তারা, দশটা তারা
তারা নরম পাতা
তরঙ্গে আজ বাজলো মাদল
শিশুর আঁকা খাতা।।
*শাল্যদানী*
একটা তারা, দুটো তারা
তারার দেশে আজ
লক্ষ ফুলের বাগানেতে
কিসের এত সাজ?
তিনটে তারা, চারটে তারা
তারার নাম শিশু
মেরিয়ামের কোলেও তারা
ছোট্ট সেই যীশু।
পাঁচটা তারা, ছয়টা তারা
পথের পাশে ওরা
মায়ের কোলেও ঠাই হয়নি
একা জগৎ জোড়া।
সাতটা তারা, আটটা তারা
স্কুলের বাসে যায়
ব্যাগের ভার কাঁধের উপর
চলা বড় দায়
নয়টা তারা, দশটা তারা
তারা নরম পাতা
তরঙ্গে আজ বাজলো মাদল
শিশুর আঁকা খাতা।।
*শাল্যদানী*