অঙ্কন : শাল্যদানী |
তরঙ্গ
বর্ণময় অনায়াস স্বাচ্ছন্দে
উড়ে বেড়ানোর পর
আকাশে ধুলোবালির ঝড় উঠলে
ধীরে-ধীরে ভরসা আলগা হয়
ভাবনারা পাল্টা ডানা মেলে চোরাটানের লুকোচুরি মুঠোবলিতে
ধরে রাখার টানাপোড়েন চলে
আলোর জলসায় মঞ্চে ঘোষিত নাম
পিছুটান ও দায়বদ্ধতায় বন্দী
সত্যে বন্দি, মিথ্যায় বন্দি
ঘুমের কোলে ঢুলে ঢুলে
তোর বাঁধভাঙা বিশ্বাসের
দিকে হাঁটতে বাধ্য হই
বাতানুকূলে খড়কুটো বয়ে
শালিখের কোনোরকমে বাসা
সবুজের নিশ্চিত আশ্রয়টুকু
হারিয়েও ভারসাম্য
বই মেলা , ভিড় , খুব ধুলো ,
নতুন বই পাগল করা গন্ধ
সবকিছুই ছোট - বড় তরঙ্গ
তুই-আমি ঘিরে
চেষ্টা করে যাওয়া
একে অপরের প্রতিবিম্ব হতে
সাময়িক হলেও যদি
মিলের অনুরণণে দেখি রামধনু
ঠিক তখনই গুটিপকা থেকে
প্রজাপতি হওয়ার সাধ জাগলে
কোনো অনুনাদ খুঁজবো না রাজি তুই... ?
©Sonali Mandal Aich