সুদীপ্তা পাল
সাধারণ হতে শেখো
অসাধারণ হতে গেলে
মধ্যবিত্ত সংসার আঁতকে উঠবে।
সংসারী হতে শেখো
দয়াবান হতে গেলে
সংসার তোমায় পাগল বলবে।
কঠোর হতে শেখো
নীতিবান হতে গেলে
সংসার জ্ঞানপাপী বলবে।
নির্দয় হতে শেখো
দানশীল হয়ে পড়লে
সংসার তোমায় অলক্ষী বলবে।
মন রাখতে শেখো
সম্মান দেখাতে গেলে
সংসার তোমায় জেদী ভাববে।
ঘুষ খেতে শেখো
সততা দেখাতে গেলে
সংসার তোমায় দুর্বল বলবে।
যন্ত্র হতে শেখো
মনের খবর রাখতে গেলে
সংসার তোমায় ভনিতা বলবে।
নির্ভরশীল হতে শেখো
স্বয়ংম্বরা হতে গেলে
সংসার তোমায় ইর্ষা করবে।
ভালগুন তো কেবল দেবতাদের থাকে
তুমি তো আর মানুষ রুপী ঈশ্বর ন'ও
তাই সংসারে খাপ খাইয়ে চলতে শেখো
ন'ইলে সংসার মহাপুরুষ ভেবে ভুল করবে।।