হঠাৎ তরঙ্গ
Whats app-এ আমার প্রিয় বন্ধু কৌস্তভ একটা গ্রুপ তৈরী করেছিল, নাম আড্ডা-গান-গল্প-আনন্দ।
সেখানে আমরা কেউ গান, কেউ গল্প, কেউ আবৃত্তি, কেউ কবিতা দেওয়া নেওয়া করতাম। ভালই ছিলাম। কিন্তু কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলোয়। আমাদেরও কিলোলো। কৌস্তভ, নীরবতা-ওরফে দেবদান হঠাত আমায় প্রস্তাব দিল গান-আবৃত্তি-নাটক এইগুলোকে নিয়ে seriously কিছু ভাবতে...
১০ই নভেম্বর ২০১৬: মাত্র পাঁচ জন মিলে জন্ম নিল ' তরঙ্গ '। শুধু মাত্র একটা whats app গ্রুপ। আমার প্রাণের বন্ধু বিজন সাহায্যের হাত বাড়িয়ে দিল,প্রশ্রয় দিল এবং সঙ্গেও থাকল। এক এক জন এক একটি বিভাগের দায়িত্বও নিল। গানে কৌস্তভ, নাটকে আমি এবং বিজন, আবৃত্তিতে নীরবতা এবং নাচে প্রিয়া(প্রসঙ্গত বলে রাখি এরা সকলেই প্রশিক্ষিত)। শুরু হোল প্রচার শুরু হোল প্রসার - শুরু হোল 'তরঙ্গ'এর যাত্রা। দাদার মতো ছায়া হয়ে দাঁড়ালেন আইনজ্ঞ উকিলবাবু, আমাদের প্রিয় দেবদা। সব রকম ভাবে আইনগত সাহায্য করলেন 'তরঙ্গ' কে, তাও বিনা পারিশ্রমিকে।
১৬ই ডিসেম্বর ২০১৭: আমার জন্মদিন।সব প্রিয় বন্ধুরা মিলে বিভিন্ন বিভাগে ভাগ করলেন 'তরঙ্গ'কে এবং প্রচুর সদস্য-সদস্যাও যুক্ত করলেন।জন্মদিনের উপহার পেলুম।
১৪ই জানুয়ারী ২০১৭: তরঙ্গের Governing body তৈরী হোল।আমার মাতৃসমা লীনা আন্টি আগেই বলেছিলেন,"রূপম, শিল্পের সব বিভাগেই যখন হাত দিলি পত্রিকা কেন বাদ যাবে?" মাথায় তখন থেকেই পত্রিকা পোকাটা ঢুকেছিল। প্রস্তাব হোল পত্রিকা বিভাগ তৈরীর, pass হোল, পত্রিকার নাম দিলাম " এখন তরঙ্গ "। আজকের থেকেই 'তরঙ্গ'এর পত্রিকা বিভাগ"এখন তরঙ্গ"য়ের পথ চলা শুরু। সম্পাদনার গুরু-দায়িত্ব নিল নীরবতা(দেবদান),পত্রিকার প্রশাসনিক দায়িত্ব নিলেন লীনা আন্টি, প্রধান সহসম্পাদিকা রূপে। পত্রিকার কবিতা বিভাগের দায়িত্ব নিলেন কবি রাহুল গাঙ্গুলী, প্রবন্ধে বিজন পন্ডিত, উপন্যাসে ব্রতশুদ্ধ আর গল্পে প্রিয়া সেন।
১৫ই জানুয়ারী ২০১৭: নাটকের বিভাগের মিলিত সিদ্ধান্তক্রমে তরঙ্গ এর প্রথম নাটক হিসাবে আমার লেখা একটি নাটক, চিত্রাঙ্গদা...a Concept of Gayism গৃহীত হল। ঠিক হল এই নাটকটি তরঙ্গ এর প্রথম পরিবেশনা হিসাবে মঞ্চস্থ হবে। প্রতি রবিবার রিহার্সাল হবে ভবানীপুরে। নাটকের বিভাগের সকলে অভিনয় করবে এবং গান ও নাচের বিভাগ সাহায্য করবে।
১৮ই জানুয়ারী, ২০১৭ : Digital জগতে পা রাখলো তরঙ্গ তার নিজস্ব facebook pege এর মধ্য দিয়ে।
দুই বাংলা মিলেমিশে এক হয়ে গেল "এখন তরঙ্গ "তে এসে। সম্পাদকেরা ঠিক করলেন প্রথম বারের থিম হবে #নি:স্ব#।
২৬শে জানুয়ারী ২০১৭: মাত্র 10 দিনের প্রচেষ্টায় আজ প্রকাশ পেয়ে গেল " এখন তরঙ্গ "। কৃতিত্ব লেখক-লেখিকা-কবিদের কৃতিত্ব সম্পাদকমন্ডলীর, সফলতার দায় আপনাদের-মানে সুধী পাঠক পাঠিকাদের।
আজ বলতে পারি গর্ব করে "তরঙ্গ পরিবার"এমন একটা পরিবার যার নিজস্ব নাচ,গান,নাটক,আবৃত্তি এবং সাহিত্য চর্চার জন্য পত্রিকা এবং প্রস্তাবিত সিনেমা বিভাগ----সব বিভাগ নিয়ে একাই স্বয়ংসম্পূর্ণ।।
এবার লক্ষ্য তরঙ্গ কে নিয়ে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া।
আমাদের দু'চোখে স্বপ্ন অনেক,
আপনাদের সঙ্গে নিয়ে অনেক দূর যাওয়ার। তাই আপনারা আমাদের
সাথে থাকুন,পাশে থাকুন, সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
ধন্যবাদান্তে
শাল্যদানী
Founder & Chairman
তরঙ্গ