এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক

কলমেই চলুক চিৎকার (৩২)

শুভ্র শিবু


সহসা-ই স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার
তার কি নেই কোন প্রতিকার?
এই বাংলায় অলক্ষ্য সহস্র কর্ম
শিশুশ্রম নিষিদ্ধ, এ যেন রুপকথার গপ্প।
হে নবীন জন্ম-ই কি তোমার অভিশাপ?
আহারে বিজ্ঞ মশাই মুখেই সব অনুতাপ!
আর চাই না শিশুশ্রম
ধিক্কার দিয়ে লাভ নেই, কলমেই চলুক চিৎকার!
তিরিশ দিনের শ্রম রণদার কাছে পণ্য
ক্ষণিকের টাকায় পেঁটে-ভাতে, বাবু আমি ধন্য!
কত যে শিশুর শ্রমে বাবুমশাইরা অনন্য
ধিক্কার দিয়ে লাভ নেই, কলমেই চলুক চিৎকার।
বাল্যকাল কর্মে বিসর্জন
বাবা মায়ের সুখে আমি আজ তপ্ত!
নিয়তির পরিহাস কে দেখবে?
ধিক্কার দিয়ে লাভ নেই, কলমেই চলুক চিৎকার।

বি.দ্র:- [ পথশিশুদের উৎসর্গ, এই কবিতা।  ]





একটি বিশেষ ঘোষণা

'এখন তরঙ্গ' সপ্তম সংখ‍্যার জন্য যারা লেখা পাঠিয়েছেন তাঁদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের এক কপি ছবি অবশ্যই পাঠিয়ে দিন। আর যাঁরা এখনো লেখা পাঠাননি, তাঁরা অবশ্যই নিজের এক কপি ছবি সমেত লেখা পাঠাবেন।