এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক



মুন্ডমালা
মহাদেব নাথ


অন্ধকার মুছে ফেলো নিশা
তপ্ত শরীরের হিমালয় থেকে ঝরে পড়ুক
থোকা থোকা কাদা

এসো মেঘা এই অন্ধকারের শপথে
প্রদীপের ভেজা বাদামের পতাকা তুলি

ভেঙে ফেলি মগডালের বিপ্লব খিস্তিখেউড়
ডুবিয়ে ফেলি হার্দিক ছাতার ক্লোজাপ

নেবুলার ভিতর এঁকে ফেলি
আমাদের বাতাবি লেবুর কচি ঘাস
ভালবাসার এই কাঙালিপনায় ধুয়ে যাক
give এন্ড take পলিসি

মেঘা এই চন্দ্রালু প্রেমের কাঁসর বাজছে
শঙ্খ বাজছে…
এখন শুধু পায়রা উড়ার পালা

তারপর শুধু তুমি আর তুমি
ভেঙে যাক দরজার আভিজ্যাত মুন্ডমাল




'এখন তরঙ্গ' অষ্টম সংখ‍্যার জন্য লেখা আহ্বান


লেখা পাঠান
আগামী ০৫/১১/২০১৭ তারিখের মধ্যে

মেল বডিতে টাইপ করে
বা doc ফাইলে।
লেখার সাথে এক কপি ছবি
এবং পরিচিতি পাঠাবেন।

বিষয়সমূহ :

১। কবিতা
  • সাধারণ বিভাগ (যে কবিতাটি আপনি ছাড়া বাকি সবাই বলে কোবিতা, সেটিও নির্দ্বিধায় পাঠাতে পারেন)
  • কবিতার ল‍্যাব (বাজুক রুদ্র সংগীত উচ্চ তানে)

২।গল্প (অণু/ছোট/বড়)
৩। মুক্ত গদ‍্য
৪। প্রবন্ধ
৫। বই/পত্রিকা/সিনেমা আলোচনা
৬। ভ্রমণ


# উল্লিখিত সময়ের পরে জমা হওয়া কোনো লেখা গৃহীত হবে না এবং একমাত্র মেল আইডি তে পাঠানো লেখাই গৃহীত হবে।

(ব‍্যতিক্রম সম্ভব একমাত্র বিশেষ ভাবে আমন্ত্রিত লেখার ক্ষেত্রে)



হঠাৎ চমক


ক্ষোভ


বিজন পন্ডিত

অলংকার অহংকার প্রসাধনী বর্ম...
মাঝে মাঝেই চুপকথায়
ডুব দেয় রূপকথা।
মনের মাথায় একমণ মাথা
ভর করেছে আজ
সমীকরণগুলো সমীরণে এলোমেলো,
হাতগুলো হাতড়ে খুঁজে বেড়াই
অভিমানের মানহানি-
শিখণ্ডীরও  শিখণ্ডী চাই।