কবিতা (সাধারণ বিভাগ)
বসন্ত
রোজ খবর নিচ্ছে
এলোমেলো হাওয়া
উস্কোখুশকো চাউনি দেখি
রক্ত পলাশে, ঠোঁট জোড়া
অভিমান চেয়ে থাকে পথ
চৌকাঠে দাঁড়াতেই নামে সন্ধ্যা
লুকোচুরি খেলতে খেলতে
চিনতে থাকি অলিগলি
নিজের সাথেই বাধ্য সহবাস
বসন্ত তুই বড্ড বেইমান .....
এলোমেলো হাওয়া
উস্কোখুশকো চাউনি দেখি
রক্ত পলাশে, ঠোঁট জোড়া
অভিমান চেয়ে থাকে পথ
চৌকাঠে দাঁড়াতেই নামে সন্ধ্যা
লুকোচুরি খেলতে খেলতে
চিনতে থাকি অলিগলি
নিজের সাথেই বাধ্য সহবাস
বসন্ত তুই বড্ড বেইমান .....
নামতা
কবর থেকে উঠে আসে
প্রিয়মুখ , জটিল সমাবর্তনে
শুরু হয় কনসার্ট
তলিয়ে যেতে যেতে
হাতড়ে যাই স্মৃতি
কোথায় কবে যেন
শুরু হয়েছিল আদান_প্রদাণ
ছয় ছয়ে নয়ছয়
সময়ের শোকার্ত ধারাপাতে
কেবল বছরগোণা নামতা .......
জারা সোমা |