অমীমাংসিত
কিছু আহ্লাদ ছাড়পত্র পেলে
বাতাস বাজাতে থাকে হুইসেল
ঊষর মরুতে সবুজ বনানী
বায়োপিক এঁকে চলেছে শিল্পী
দেয়াল চিত্রগুলো সব পুরোনো
আইকন বন্দী আর কতদিন ?
ভাঙ ভাঙ ভাঙ কারা
আমার অনুভব এখন উল্টো
পাহাড়ি প্রপাতটা খুব চেনা
কল্পরাজ্যে নয় বাস্তব ছুঁয়ে
বাতাস জুড়ে কেবল গোপনীয়তা
ঝিঁঝিঁ আর রাত চুমুর
ব্যারিকেড বেঁধে মিছিল ককটেল
জিন এর তাড়নায় দাবায়
শকুনির নিত্য বেপরোয়া বাজি
তোমার আমার সংহতি বলে
গঙ্গা তেরি ম্যায়লি হ্যায়
টলতে টলতে হেঁটে যায়
জনমত জনপথ কাগজে কলমে
সবার বুকেই একটা নদী
সাঁতার শিখছি পুঁজিবাদীর সুইমিংপুলে..
©Sonali Mandal Aich