এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক


অমীমাংসিত


কিছু আহ্লাদ ছাড়পত্র পেলে
বাতাস বাজাতে থাকে হুইসেল
ঊষর মরুতে সবুজ বনানী
বায়োপিক এঁকে চলেছে শিল্পী
দেয়াল চিত্রগুলো সব পুরোনো
আইকন বন্দী আর কতদিন ?

ভাঙ ভাঙ ভাঙ কারা

আমার অনুভব এখন উল্টো
পাহাড়ি প্রপাতটা খুব চেনা
কল্পরাজ্যে নয় বাস্তব ছুঁয়ে
বাতাস জুড়ে কেবল গোপনীয়তা

ঝিঁঝিঁ আর রাত চুমুর

ব্যারিকেড বেঁধে মিছিল ককটেল
জিন এর তাড়নায় দাবায়
শকুনির নিত্য বেপরোয়া বাজি
তোমার আমার সংহতি বলে

গঙ্গা তেরি ম্যায়লি হ্যায়

টলতে টলতে হেঁটে যায়
জনমত জনপথ কাগজে কলমে
সবার বুকেই একটা নদী
সাঁতার শিখছি পুঁজিবাদীর সুইমিংপুলে..

©Sonali Mandal Aich


হঠাৎ চমক



কবিদের বর

     রাজ     

ভাঙা কাঁচে জমে থাকা বাস্পে
মোমদেহের জলপ্রপাত 
অজান্তেই  ছোঁয়াছুয়ি
স্তব্ধমিছিল ও এিকোন শব্দের
একটিই  সরল রেখা। 

শূন্যতে তুমি 
শূন্যতে কবিতা, শূন্যতে শেষ
আর শূন্যতেই আমার সহবাস। 

জলন্ত দাবানলে একটিই চাঁদ 
যে চাঁদে একমাএ তুমিই কলঙ্ক । 

জানি তোমার ছোঁয়াই O2
আজ  CO2 হয়
জানি তোমার ছোঁয়াই
ইতিহাসে আজও সন্ধ্যে নামে
জানি তোমার ছোঁয়াই
কবিরা আজ নিজেকে  
শাহজাহান ভাবে। 

কখন যে ফুসফুসে প্রেম জমে
 কখন যে একটু ছোঁয়াই জ্বর আসে
আর কখন যে ফাঁপা শরীরে 
 শব্দরা জোর খাটাই
সে কথা কবিদের  বর 
   কবিতাও জানে না । ।