এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মোনামী মন্ডল



কবিতা (সাধারণ বিভাগ)



প্রেম ও অপ্রেমিক

অপ্রেমিক!
যদি বলি ভালোবাসতে_
তুমি কীভাবে ভালোবাসবে?
রুক্ষ, শুষ্ক, প্রাণহীন অথচ কামরসে ডোবানো,
কামড়া_কামড়ি ভালোবাসা?
ছোঁয়াছুঁয়ির স্তর পেরিয়ে_
দাঁত, নখ, জীভ দিয়ে বিষিয়ে দেওয়া ভালোবাসা,
কাঁটা ঘায়ে মাছির মত ভনভন করে শুষে নেবে যৌবন!
তারপর ক্ষতগুলো বাড়বে, আরও গভীর হবে_
দগদগে ঘায়ের ওপর লেগে থাকবে তোমার বিষাক্ত লালা।
আমি তোমার ভালোবাসায় ছটফট করে উঠব,
তারপর একদিন সব অনুভূতি বিক্রি করে হব তোমার অপ্রেমিকা!

আমিও সেদিন তোমার মতই কামড়ে আঁচড়ে তোমাকে সুখ দেব।
সমস্ত শরীর থেকে অন্তর্বাস খুলে তোমার শরীর ভ্রমণে বেরোবো।
সুতোহীন শরীর তোমার হাতে সঁপে,
তোমারও সমস্ত যৌনরস প্রান করব।
ক্লান্ত তোমার শরীর টেনে নিয়ে যাব বিছানায়,
আঁচড়ে_আঁচড়ে কাব্য লিখব তোমার সারা গায়ে।
পাহাড়, উপত্যকা, মালভূমি ভেঙে গুঁড়িয়ে তোমাকে সমতল করব।
অন্তহীন যোনগন্ধি কাব্য লিখব তোমার গায়ে ।
তারপর আস্তে আস্তে ছটফট করতে করতে শান্ত হবে তুমি।
আমার উন্মুক্ত স্তন মুখে নিয়ে ছোট্ট শিশুর মত ঘুমিয়ে পড়বে তুমি।
আমিও আবার তখন প্রেমিকা হব!
তোমার সব ক্লান্তি মেখে নেব আমার সারা গায়ে ।
ঘুমন্ত তোমার চুলে বিলি কাটতে কাটতে লিখে চলব_
এক নিষ্পাপ প্রেমের কাব্য। 




যেদিন তুমি প্রেমিক হলে

মনে করো,
তুমিও একদিন প্রেমিক হলে,
অপ্রেম, অব্যক্ত যন্ত্রণা সবকিছু ছুড়ে ফেলে_ সমস্ত অনুভূতি দিয়ে আমায় আগলে রাখলে। ধীরে ধীরে তোমার শুকনো, রুক্ষ খোলস ছেড়ে বেরিয়ে এলে নতুন এক তুমি। তারপর, চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট চেপে ধরলে_ শরীরে শরীর ছোঁয়ালে।

আঁচড়, কামড়ের সমস্ত দাগগুলো, অপ্রেম ভরা দগদগে ক্ষতগুলো
তুমি যত্ন নিয়ে ভরিয়ে দিলে।
এক বুক ভালোবাসা মাখানো আদর দিলে,
লকলকে জিভের লালা, টকটকে কামরস পেরিয়ে_
গভীর ভাবে আমার শরীর ছুঁলে।
দাঁত, নখ, জীভ সরিয়ে ঠোঁট ছোঁয়ালে_
গোলাপের পাঁপড়ির মত নরম শরীরে সেদিন,
দগদগে ঘা সেরে নরম মোমের প্রলেপ লাগল।
ছোঁয়াছুয়ির স্তর পেরানো প্রেমের বন্ধ ঘর জুড়ে_
সেদিন ছড়িয়ে পড়ল সোঁদা গন্ধ।
অপ্রেম ভরা ডাইরির পাতাগুলোও সেদিন_
লিখে চলল, একটা একটা আস্ত প্রেমের কবিতা।
আবার, অপ্রেম ভরা বাজার থেকে চড়া দামে_
অনুভূতি কিনে_
সেদিন তুমি প্রেমিক হলে !


মোনামী মন্ডল
ইংরেজী সাহিত্যের স্নাতক স্তরে পাঠরতা, সাহিত্যের প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই লেখা।

1 comment:

  1. ভাল লেখা৷
    প্রথম কবিতায় বানানটা পান হবে, প্রান নয়৷

    ReplyDelete