কায়া
অনুরূপা পালচৌধুরী
আয়নার আবডালে আমি
আয়নার আদলে আমি
বামে আমি ডানে আমি
মাঝে
কে ও! ও কে.....???
নারীকায়া।
ভাজে ভাজে প্রেম
কুঁকড়ে ওঠা চুলজল:ডগা চুয়ে পরে সাদা সাদা ফোঁটা
ক্লিভেজ ভিজে নাভি মূলে
ঠান্ডা জলবিন্দু।
জলদুধে ঘোলের স্বাদ
বোঁটায় নিকষ বাদামী ভালোবাসা;
সংকুচিত সুখ বিলি কাটে
ভর কেন্দ্রে 'আ' বেগের উল্লম্ব চাপে বসে ভেংচি কাটে কায়া।
শিকারি গোসাপের নখের থাবায় শুয়ে থাকে
আদর≠যৌনতা।
ঢেলে পরে নীল বিষ,আঙুলের স্বাদ নোনতা--
বিষক্রিয়ায় মিশে যায়
কার্বন-ডাই-অক্সাইডের গুঁড়ো
তুষের আগুন:দগদগে লাল ঘাঁ
জরায়ু গলে পড়ে
জল সপসপে বিছানা মোরা বাথরুম
যোনি পথে বিদীর্ণ সূর্য
পেটে অগ্নিমান্দ্য
সখের চোখে তীব্র জ্বলন,
গিলে খায় কাঁপানো স্বাদহীন ল্যাবড়া
মোচড়ানো দুপুর,তোমার চুমু
উদগ্র লাল জিহ্বায় কামনার জল
কাঠ ফাটা তৃষ্ণা
গনগনে আঁচে ঝলসায় কাচা মাংস
শুকনো ঠোঁটে ওয়েসিস
উফস এবড়োখেবড়ো দাঁতের কামড়
বেহায়াপনার নষ্ট জলে ভাসে
যুবতিপনার স্ট্যাটিস্টিক।
No comments:
Post a Comment