এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক




অভিশপ্ত কবিতা


        রাজ



মাঝ রাতে ফাঁপা শরীরে 

নিকোটিন ধোঁয়া 

আর কিছু দিশেহারা  

শব্দ জাহাজের ভিড় 

অনুরোধ :  তোমার রাতে একটা 

অভিশপ্ত কবিতা হবো । 


উঠলো ঝড়

ডাকলো মৃত্যু 

দেখলাম মরীচিকা

তবু কবিতা হলো না। 


কর্পূরের নেশা করলাম কবরের  পানসে জলে 

যৌবনের আতুর মাখলাম

কালো মেয়ের স্তনে মৃত কোষ হোলাম

তবু কবিতা হলো না । 



হে কিন্নর হে কিন্নরী 

হে শূন্য , হে  ভিন্ন 

হে চিহ্ন , হে নিশ্চিহ্ন  তোমাতেই ৬৮ বছর ধরে

শব্দের  খোঁজ করলাম 

তোমাতেই জ্বর গায়ে 

ইতিহাস হোলাম

তবু ও কবিতা হলো না । 



জানি সময় খুব কম 

তবে যেটুকু সময় পেয়েছি 

সাহিত্যে থাকা কবিদের সাথেই

সহবাস করেছি 

কলঙ্কিত হয়েছি ,

অভিশপ্তও হয়েছি

কিন্তু কবি হতে পারিনি

একবারের জন্যেও নয় 

হাজার বারের জন্যেও নয় । ।




No comments:

Post a Comment