এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

'এখন তরঙ্গ' (নবম সংখ্যা)

প্রকাশকাল : ২৫ ডিসেম্বর, ২০১৭


প্রধান সম্পাদক : জ‍্যোতির্ময় মুখার্জি
সহ-সম্পাদকগণ :
 ●বিজন পণ্ডিত
                              ● ঐন্দ্রিলা
                              ●তুলি রায়
                              ●দিব‍্যায়ন সরকার


       সর্বসত্ব সংরক্ষিত
তরঙ্গ পরিবারের পক্ষ থেকে

শাল‍্যদানী
Founder & Chairman, 
Taranga House



------------: সূচীপত্র :---------



■ সম্পাদকীয়


■ কবিতা (সাধারণ বিভাগ) :
পার্বতী রায়, অনিমেষ সাউ, দেবদূত, বেবী সাউ, শ‍্যামাপদ মালাকার, বিজয়, প্রবীর রায়, ফিরোজ আখতার, তৈমুর খান, শুভাশিস দাশ, অসীম সরকার, সুবল দত্ত, মুরারি সিংহ, সোনালী মন্ডল আইচ, প্রভাত ঘোষ, রাজদীপ দেবরায়, বিশ্বরূপ বিশ্বাস, পাবলো শাহি, ডোনা রায়, মৌসুমী ভৌমিক, শৌনক দত্ত, পারমিতা চক্রবর্ত্তী, দেবব্রত মাইতি, অভিষেক ঘোষ, রুনা দত্ত শর্মা, শান্তনু পাত্র, রাজেশ, নিরঞ্জন ঘরামী, তাপস খাঁন, দীপ মন্ডল, সোনালী মিত্র, মালবিকা হাজরা, বানী অভিজিৎ, রিয়া চক্রবর্তী, উজ্জ্বল ঘোষ, অর্ণব মন্ডল, অসীম মালিক, সৌমেন দত্ত, গৌরাঙ্গ মন্ডল, শম্পা মাহাতো, রমলা মুখার্জী, সুনন্দ মন্ডল, অর্পিতা সরকার, অন্তরা চ‍্যাটার্জী, নাফছি জাহান, নকিব মুকশি, শুভদীপ ভট্টাচার্য্য, জ‍্যোতির্ময় রায়, ভজন দত্ত, অভিরূপ মুখার্জী, অমিতাভ দাস, মঞ্জু বন্দ‍্যোপাধ‍্যায় রায়, স্মৃতি রায়, দেবাশিস মুখোপাধ্যায়, শীবু শীল শুভ্র, তোহাদ্দেশ শেখ, নিরুপম শর্মা চৌধুরী, আরতি বোস, করণ দেবরায়, পৃথা রায় চৌধুরী, পায়েল খাঁড়া, ডঃ মীনা মুখার্জি, সুদীপ্তা পাল, লক্ষীকান্ত মন্ডল, দেবারতী চক্রবর্তী, প্রসূন মান্না, দীপশিখা চক্রবর্তী, কৌস্তভ রায়, মধুমিতা ঘোষ, জয় চক্রবর্ত্তী, নিজামউদ্দীন মোল্লা, সবর্না চ‍্যাটার্জ্জী, সোহিনী সামন্ত, ইন্দিরা ব‍্যানার্জী, সুকান্ত ঘোষাল, গোলাম কাদের, হরিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, মিতালি রায়, কৃষ্ণেন্দু দাসঠাকুর, নীতা বিশ্বাস, বিকাশ চক্রবর্তী, রুমেলা দাস, সুদীপ ব‍্যানার্জী, অনুরূপা পাল চৌধুরী, অনুভব অর্ক, সুদীপ গুপ্ত, শুভঙ্কর পাল, জয়িতা ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য্য, পিয়ালী সাহা, দেবব্রত ঘোষ মলয়, সুদীপ্ত সেন, চন্দ্রলেখা মহান্তী, প্রভাত চৌধুরী, শৈবাল পাল, সমীরণ ঘোষ, সুজিত মান্না, রুদ্র পতি, রুদ্র কিংশুক, আর্যতীর্থ, মৃণালিনী, তুলি রায়, ঐন্দ্রিলা মোহিন্তা, অ্যান্টনি যুবরাজ, দেবার্ঘ সেন, অভিশ্রুতি রায়, দেবাশিস রায়চৌধুরী, রিম্পা নাথ


■ কবিতার ল‍্যাব : সঞ্চারী ভৌমিক, দেবযানী বসু, অর্ঘ‍্য দে, অনুপ বৈরাগী, রবীন বসু, অর্পণ কুমার মাজি, শ্রেয়ণ, রথিন বণিক, অরিন্দম ভাদুড়ী, রাহুল গাঙ্গুলী, সৌমেন চৌধুরী, অবর্তু
■ সিরিজ কবিতা (ধারাবাহিক) :
মহাদেবাশা
■ পুনরাধুনিক কবিতা : নাসির ওয়াদেন
■ গদ‍্যকবিতা : সৌমনা দাশগুপ্ত
■ শামেরিক : মঞ্জুর মোর্শেদ রুমন
■ ছড়াক্কা : সতীশ বিশ্বাস
■ আঞ্চলিক উপভাষার কবিতা : ভুজুঙ মাঝি
■ ছড়া : সৌম‍্যদীপ রায়
■ বিলাপাঞ্জলি : ঐন্দ্রিলা মোহিন্তা ও শাল্যদানী


■ বার্তাসাহিত‍্য :
  • যৌথকবিতা : ‘এখন তরঙ্গ’ Whatsapp group-এর সদস্যবৃন্দ
  • দ্বৈতকবিতা : সুদীপ্তা ও শাল‍্যদানী
  • m-কোলাজ : ‘আই-সোসাইটি Facebook group -এর সদস‍্যবৃন্দ


■ গল্প(ছোট ও অণু) : ভাস্কর মন্ডল, বিশ্বরূপ চক্রবর্তী, রবীন বসু, ডঃ মীনা মুখোপাধ্যায়, তাপসকিরণ রায়, করণ দেবরায়, পায়েল খাঁড়া, সুদীপা কুন্ডু, পূর্বিতা মন্ডল, ধীমান পাল,
■ নীতিগল্প : অনন‍্যা রায়
■ রম‍্যরচনা : ডোনা রায়
■ স্মৃতিচারণ ও একটি চিঠি : মলয় রায় চৌধুরী
■ আত্মজীবনী মূলক গদ‍্য (ধারাবাহিক) : প্রভাত চৌধুরী
■ নিবন্ধ : শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ
■ মুক্ত গদ‍্য : কৌস্তভ গাঙ্গুলী, পদ্মাবতী রায় চৌধুরী,
■ প্রবন্ধ (ধারাবাহিক) : অনিন্দ্য রায়, পবিত্র চক্রবর্তী, সৌমিত্র রায়, আফজল আলি, অমিতাভ প্রহরাজ, শাল‍্যদানী
■ সমকামী এবং রূপান্তরকামীদের নিয়ে আলাপচারিতায় (ধারাবাহিক) : সৌভিক সোম এবং শাল্যদানী
■ সমকামনা(গদ্য) : পার্থপ্রতিম দাস


■ কবিতাপাঠ : মৌসুমী ভৌমিক, রুনা দত্ত শর্মা, বৈশাখী চ‍্যাটার্জী, পূর্বিতা মন্ডল
■ চিত্রাঙ্কন : মধুমিতা ঘোষ, পাবলো শাহি, সৃজিতা নন্দী, অরুনাভ বাগচী, অপূর্ব রতন মিত্র, অর্পিতা ঘোষ, রুমেলা দাস, পিয়ালী সাহা, পূর্বিতা মন্ডল, ধীমান পাল, সমীরণ ঘোষ, সৃজা রায়
■ ফটোগ্রাফি : অভিরূপ সাহা, রুনা দত্ত শর্মা, অঙ্গনা কর্মকার, দেবারতী চক্রবর্তী, অভিরূপ মুখার্জী, অনুভব অর্ক, পূর্বিতা মন্ডল


■ এই সংখ‍্যার আর্কাইভে : মনোজ দে
■ ফিরে দেখা (প্রবন্ধ) : রাহুল গাঙ্গুলী


ধন‍্যবাদান্তে
সম্পাদক মন্ডলী,
‘এখন তরঙ্গ’
(সাহিত্য বিভাগ, তরঙ্গ হাউস)

No comments:

Post a Comment