কবিতা : সাধারণ বিভাগ
হাত বাড়াও
যন্ত্রনাকাতর সুনামি
গ্রাস করছে পৃথিবীর মাটি
বিষন্নতার জঙ্গলে হারিয়ে যাচ্ছি অামরা
মুক্তি কোথায়?
পথে অন্ধকারের ব্যারিকেড।
ভয় গোটা সময়ব্যাপী অামার সাথে লুকোচুরি খেলে গেলো।
হাত বাড়াও...
ধরো হাত শক্ত করে
অামাদেরকে যেতে হবে এখনো অনেক দূরে।।
পিঁপড়ের দল
জোরালো অালোর নীচে যান্ত্রিক বাসস্থান
তারও নীচে জীবন্ত ভগবানের মিছিল
চারপাশে নীল ধোঁয়ার অাঁচড়
সেই অাঁচড়গুলো বুকের ওপরে
বিছিয়ে হেঁটে বেড়াচ্ছে অগুনিত পিঁপড়ের দল।।
এসো
অতীত ও বর্তমানের সিমেন্ট মিশিয়ে
গড়ো ভবিষ্যৎের সিঁড়ি
জীবনের কথা ইতিহাসের পাতায় লেখা হোক
মনের অহমিকা মুছে ফেলে
এসো ভালোবাসার মর্মমূলে
পার্থিব জীবন গড়ে তুলি।।
অতীত ও বর্তমানের সিমেন্ট মিশিয়ে
গড়ো ভবিষ্যৎের সিঁড়ি
জীবনের কথা ইতিহাসের পাতায় লেখা হোক
মনের অহমিকা মুছে ফেলে
এসো ভালোবাসার মর্মমূলে
পার্থিব জীবন গড়ে তুলি।।
*******
No comments:
Post a Comment