এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অভিষেক ঘোষ


কবিতা : সাধারণ বিভাগ


হাত বাড়াও

যন্ত্রনাকাতর সুনামি
                   গ্রাস করছে পৃথিবীর মাটি
বিষন্নতার জঙ্গলে হারিয়ে যাচ্ছি অামরা
মুক্তি কোথায়?
পথে অন্ধকারের ব্যারিকেড।
ভয় গোটা সময়ব্যাপী অামার সাথে লুকোচুরি খেলে গেলো।
হাত বাড়াও...
ধরো হাত শক্ত করে
অামাদেরকে যেতে হবে এখনো অনেক দূরে।।


পিঁপড়ের দল

জোরালো অালোর নীচে যান্ত্রিক বাসস্থান
তারও নীচে জীবন্ত ভগবানের মিছিল
চারপাশে নীল ধোঁয়ার অাঁচড়
সেই অাঁচড়গুলো বুকের ওপরে
বিছিয়ে হেঁটে বেড়াচ্ছে অগুনিত পিঁপড়ের দল।।


এসো

অতীত ও বর্তমানের সিমেন্ট মিশিয়ে
গড়ো ভবিষ্যৎের সিঁড়ি
জীবনের কথা ইতিহাসের পাতায় লেখা হোক
মনের অহমিকা মুছে ফেলে
এসো ভালোবাসার মর্মমূলে
পার্থিব জীবন গড়ে তুলি।।

অভিষেক ঘোষ

জন্ম ১৯৯৮সালের ১৮ই জানুয়ারি,কৃষ্ণনগর
বর্তমান বাসস্থান নবদ্বীপ।পেশায় ছাত্র
বাংলা অনার্স নিয়ে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে
পাঠরত।কবিতা লেখালেখি স্কুল জীবন থেকে।
"ভূত দেখা" নামক একটি গল্প দিয়ে সাহিত্যে হাতেখড়ি।
বর্তমানে নিয়মিতভাবে বহু পত্র-পত্রিকায় লেখা বেরোচ্ছে
যেমন - দৈনিক প্রহর,কালের সংবর্ত, রামধনু,সমাচার ইত্যাদি। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ওয়েবজিন,ম্যাগাজিনেও কবিতা বেরিয়েছে।"অর্থহীন কবি" নামক নিজের একটা ব্লগও অাছে।
*******

No comments:

Post a Comment