এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মহাদেবাশা


সিরিজ কবিতা (ধারাবাহিক)


নানৃতম্

১।
ন যাও সখি, মধু পানে চাও
বিরহ ঝরই নয়নদউ

সখি তুঁহুঁ মম তোহোরি

ন যাও আজু
গুঞ্জরী মালী

চঞ্চল লবভই উনমাদনী


২।
সখি তুঁহু মুহু লাজ
ললিত চাঁদনি আজু সাজ

সখি তুঁহু মুহু লাজ
বিরহ পিরিত খন্ডাবে
মোহিনী তরায়

এ হেন বিরহ
কুহু কুহু গায়
যমুনার তরে বাঁশি
দীর্ঘ চুম্বনের
পিরিতকুসুমিত রস

সখি তুঁহু মুহু লাজ


৩।
আজু ন যায়ও সখি
ঐ যমুনার পারে
চাঁদের গায়ে লেগেছে
চাঁদের অনুখন

পিরিতি লইয়া তনু পুলকে
ছলছল গহন কুসুমগঞ্জে

কুঞ্জবনে আও লো সখী
নক্ষত্রের রূপলী আজু
পিম্বু বিরহদহনসুখের কুঁহু

৪।
আঁখি পানে সখী
তাকাইলো আজু

এ বিরহ মুরলী যমুনা বিহারে

তুল তুল আঁখি
ভাসায়ও না সখী

মন পাবনের তরী

মহাদেবাশা
ঘুমাতে, খেতে খুব ভালোবাসি
আমি কখনো কবিতা লিখিনি

******

No comments:

Post a Comment