এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুদীপ গুপ্ত


কবিতা : সাধারণ বিভাগ



ল‍্যাবরেটারি

শরীর শামুক
           মাকড়সা উঠছে বেয়ে
স্মৃতি গাইড
         মধ‍্যরাতে
শব্দ প্রহরী
  
   একা গোলকিপার
সামান্য ভুলচুক

দেওয়ালে ঠিকলো পিঠ

লুকিয়ে রাখছো কান্না বাড়ি

হলুদ গম

দ্রাবিড় মেঘ

জীর্ণ প্রবাল দ্বীপ



কিন্তু 

জল গায়ে উঠে এলে
      তোমার এপ্রিল চাই

অথচ নিশুতি রাত শোকে মূহ‍্যমান

বসে পড়ি রেওয়াজে
      সাবেকি বন্দিশ
বিষ্ণুপুর ঘরানা

সুদীপ গুপ্ত
আমার জন্ম ও বড় হওয়া বাঁকুড়ায় ।
পেশায় গণিতের শিক্ষক ।
কবিতা ভালোবাসি ।
প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী, সুবোধ সরকার। ভালো লাগে উজ্জ্বল চন্দ্র, অনিন্দ্য রায়, ভজন দত্ত, মনোজ  দে, সুদীপ চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ লায়েক, শমিক শান্নিগ্রাহি, মন‍্যুদেব দত্ত, রণদেব দাশগুপ্ত, সুজন ভট্টাচার্য , গৌতম কুমার গুপ্ত , বিপ্লব গঙ্গোপাধ্যায় প্রমুখের লেখা । কবিতা কাকে বলে জানিনা , তবু লেখার চেষ্টা করি ।যা লিখি তা কবিতা কিনা জানিনা ।
কবিতা পাক্ষিক ,বনতলি , কবি কার্ণিকা ,রুখুডি ,কৃষ্টি সহ বেশকিছু পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে ।

No comments:

Post a Comment