ছড়া
কবিতারা
কবিতারা ডানা মেলে উড়ে যায় বহুদূর,
তারা জানে সব কথা —
লুকানো মনের ব্যথা,
খবর রাখে তারা যত গোপন অন্তঃপুর।
তারা বাসা বাঁধে ওই সুদূর ঠিকানায়,
ডাকে আকাশ—
মেখে নেয় বাতাস,
তারা চলে যায় দূরের ওই সীমানায়।
কখনো পড়ে দেখো সময় করে ,
মিশে থাকা জীবনছবি—
সৃষ্টি করেন কবি,
হৃৎপিন্ডে আবদ্ধ প্রানটার পরে।
যদি বলি কবিতা শুধুই আমার,
তারা কথা বলে—
নিজের পথে চলে,
জানি ক্ষনপরে তুমি বলবেই কবিতা শুধু তোমার।
অঙ্কিতা চ্যাটার্জী। |
শ্রেণী — দশম।
বিদ্যালয় — উষাগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়।
No comments:
Post a Comment