প্রবন্ধ
-------------
অঙ্ক √কবিতা
উপবিভাগ
--------------------------
------------------
Kazmier Maslanka অঙ্ককবিতাকে ভাগ করেছেন পাঁচ ভাগে।
Mathematics poetry বা অঙ্ককবিতাঃ এখানে শব্দ দিয়ে রচিত কবিতা যেখানে বিষয়ে বা ভাবনায় অঙ্কের প্রভাব ।
অঙ্কতে ভাসা ভাসা জ্ঞান আছে আমার – যদিও
অঙ্কতে শূন্য পেয়েছি বহুবার
এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন ( a+b)2 =কী ?
আমি দেখাব
বিদ্যাসাগর সেতুর দু-পাশে দাঁড়িয়ে থাকা দুটি খুঁটি
অর্থাৎ গঙ্গার পশ্চিমের খুঁটিটিকে যদি আমি a2 ভাবি
অবশ্যই পূর্বপারের খুঁটিটিকে ভাবতে হবে b2
মাঝখানে যুক্ত হবে এক স্রোতস্বিনী নদী এবং
তার ওপরের ঝুলন্ত ব্রিজটি হবে 2ab ।
সুতরাং
(a+b)2= a2+2ab+b2=বিদ্যাসাগর সেতু।
ঠিক সেরকমভাবেই আমাকে যদি কেউ আবার প্রশ্ন করেন
(a-b)2= কী?
আমি দেখাব অনতিদূরে দাঁড়িয়ে থাকা রবীন্দ্রসেতুর সেই খুঁটি দুটি,
বিশ্লেষণ যাবতীয় এখানে একই।
শুধুমাত্র তফাৎ ফর্মুলা মাইনাস্ এবং এর উত্তর আরো সহজ
রবীন্দ্রসেতু বয়সে বৃদ্ধ, অপরিসীম ক্লান্ত সে, তাই প্রশ্ন আসে
কতদিন বয়ে যাব এই চঞ্চল সেতু এভাবে?
কিছু মানুষ – কিছু যান-জট
যদি তুলে আনা হয় সেখান থেকে,
এই পুরোনো সেতু নিশ্চয় কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে
সুতরাং
(a-b)2= a2-2ab+b2=বিদ্যাসাগর সেতু।
আজ বুঝি
কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম বহুবার…..
( কেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম /পিনাকীরঞ্জন সামন্ত)
আমি জানি ১+১=১
আর আমাকেই গুনতে হবে কটা ফল আছে
আর আমাকেই গুনতে হবে কটা ফল আছে
গেল দু'বছর একটাও ফলেনি,এবার ফলের ভারে নুয়ে পড়েছে
আমাদের গাছ।যেমন তেমন গাছ নয় পেয়ারার গাছ
আমাদের গাছ।যেমন তেমন গাছ নয় পেয়ারার গাছ
পেয়ারাইতো প্রেম,প্রথম প্রেম
ডাঁশা-পাকার তফাৎ জেনেছি।আহ্লাদ জেনেছি।সেই বলছে,
ফল গুনতে না পারলে,পাতা গুনে দাও।কটা পাতা হলুদ হয়েছে,
বলতে হবে এও
ডাঁশা-পাকার তফাৎ জেনেছি।আহ্লাদ জেনেছি।সেই বলছে,
ফল গুনতে না পারলে,পাতা গুনে দাও।কটা পাতা হলুদ হয়েছে,
বলতে হবে এও
আমি জানি ১+১=০
(পেয়ারা পিরিত/নির্মল হালদার)
Mathematical visual poetry বা গাণিতিক দৃশ্য কবিতাঃ এই কবিতায় শব্দ এবং/ অথবা ছবির ওপর দৃশ্যগতভাবে গানিতিক চিহ্ন এমনভাবে ব্যবহার করা হয় যাতে কবিতাটি ব্যক্ত হয়।
a=স্বপ্ন
b= লড়াই
c=অবরোধ
a+b > c
ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়।
(ত্রিভুজ / বিপ্লব গঙ্গোপাধ্যায় )
Equational poetry , সমীকরণ কবিতা আমরা তাকেই বলবো , যখন একটি কবিতা লেখা হবে সমীকরণের আকারে । সমান চিহ্নের দু পাশে রাশিগুলিকে এমন ভাবে সাজানো যেন দু পাশের সাম্য /সমতা থাকে তাকেই যদিও সমীকরণ বলে , তবুও মাঝের চিহ্নটি হতে পারে=, > . < , ,বা সমানুপাতিক বা অন্য যে কোনো কিছু যা দুপাশের মধ্যে সম্পর্ক সিগনিফাই করবে। এবং সংখ্যা, অক্ষর , শব্দ , বা বাক্য / বাক্যাংশ দু পাশে বসিয়ে রচিত হবে সমীকরণটি।
( mathemaku No. 6a/ Bob Grumman)
Visual mathematical poetry বা দৃশ্য গাণিতিক কবিতাঃ এখনে একটি দৃশ্যকবিতার বিষয় হল গণিত । শব্দ ব্যবহৃত হবে না, হলেও তা ন্যূনতম।
(Connie Tettenborn)
Pure maths poetry : কোনো শব্দই ব্যবহৃত হবে না, সংখ্যা ও গণিতের চিহ্ন দিয়ে রচিত হবে কবিতাটি। number poetry এই ধরণের কবিতা। Kazmier ম্যাজিক স্কোয়ারকেও এই জাতীয় কবিতা বলেছেন।
শুধুমাত্র সংখ্যা দিয়ে কবিতা লেখা কি সম্ভব? ছন্দ, মিল দিয়ে? ধরা যাক একটা লিমেরিক, সম্ভব?
1,264,853,971.2758463
এইটা? হ্যাঁ, একটা লিমেরিক, নিয়ম মেনে, ঠিকঠাক।
লিখেছেন Leigh Mercer।
আসুন, পড়া যাক...
1,264,853,971.2758463
এইটা? হ্যাঁ, একটা লিমেরিক, নিয়ম মেনে, ঠিকঠাক।
লিখেছেন Leigh Mercer।
আসুন, পড়া যাক...
1,264,853,971.2758463
আসুন উচ্চারণ করে পড়ি
One thousand two hundred and sixty-
Four million eight hundred and fifty-
Three thousand nine hun-
Dred and seventy-one
Point two seven five eight four six three.
Four million eight hundred and fifty-
Three thousand nine hun-
Dred and seventy-one
Point two seven five eight four six three.
No comments:
Post a Comment