কবিতা : সাধারণ বিভাগ
চতুর দশপদী
কথোপকথন স্বর অবরুদ্ধ ছিল
মিছিলও থেকেছে শব্দহীন মৌন।
গৌণ আলাপন।মুখ্য হয়ে ওঠে সভা
অথবা সভামুখ্য যে জন।ভাষ্য তার
বশ্যতার নির্দেশিকা-জারি সমতুল।
অনুকুল সুপবনে ভেবেছে যাহারা
পাহারাবিহীন কেউকেটা হবে সব।
উৎসব সমাপ্ত ময়দানের মতো
বিক্ষত তাহারা ঘাস হয়ে রয়ে যাবে।
স্বভাবে তপস্বী বিড়াল সৌহার্দ্য ফেরাবে !
দেবাশিস রায়চৌধুরী |
No comments:
Post a Comment