কবিতা : সাধারণ কবিতা
ফুলটস
দৃশ্যপট জুড়ে সবুজ মাঠ। লক্ষ্য ভেজে
সংখ্যার পাহাড়ে,
তুমি কি মৃত্যু গোণো এভাবেই ?
সহজ রাস্তা, অথচ কেন যে হঠাৎ লক্ষ্যভেদ !
মাঝে মাঝে ফুলটস বল ও যে ধোঁকা দিয়ে যায়।
আর ক্যাচ লুফে নেয় চিত্রগুপ্ত, তার লাল খাতার পাতায়।
তবুও লিখে যাই---
অক্ষর ছুঁয়ে কখনো বিষাদ মাড়োয়া, কখনও বা ঢেউ ভাঙা ভাটিয়ার
আমার সমস্ত শব্দ খাতা যখন দ্যাখে পাঠকের ভালোবাসা, হয়ত তখনই কলম ছুঁয়ে লেখা হয় সম্পাদকীয় অভিমান !
---তবুও এ জাগা আমার। জেগে থাকি মুক্তকলমে
জয়ী হোক আর নাই বা হোক অক্ষেরর মাঝে শব্দের অভিযান ।
No comments:
Post a Comment