বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
কালো খেঁজুরের প্লাটফর্ম
সমকালীন নক্ষত্রঢাকা রিচড ব্ল্যাকবোর্ড
গুঁড়োগুঁড়ো নীহারিকার বাদামী ওষ্ঠ
আঠালো চেতনা । সম্ভ্রমভেদ্য টুকরো
ডেরিভেটিভের ভ্রান্তিবিলাস
শ
স্ত্র মৌচাকে অষ্টভুজা রমনী
মুহূর্তমুখী ভরবেগ
লাস্ট সাপারের অ্যাড্রিনালিন বীজত্বকে
আকাশবাণী কয়লার বাদশাহী স্ফটিক
ছাতিমফোটা ব্রেনে
মুরগির লাল পালক ঝড়তে থাকে...
সমকালীন নক্ষত্রঢাকা রিচড ব্ল্যাকবোর্ড
গুঁড়োগুঁড়ো নীহারিকার বাদামী ওষ্ঠ
আঠালো চেতনা । সম্ভ্রমভেদ্য টুকরো
ডেরিভেটিভের ভ্রান্তিবিলাস
শ
স্ত্র মৌচাকে অষ্টভুজা রমনী
মুহূর্তমুখী ভরবেগ
লাস্ট সাপারের অ্যাড্রিনালিন বীজত্বকে
আকাশবাণী কয়লার বাদশাহী স্ফটিক
ছাতিমফোটা ব্রেনে
মুরগির লাল পালক ঝড়তে থাকে...
পাতারন্ধ্রে মিথেনসিকনেস
একটা নদীজন্ম লেখা উডল্যান্ড তট
বালুচরি চাহনি । গন্ধহীন রেকাবিতে
রিনরিনে : ঘুঙুর নাকি নূপুর !
তাঁতকেশে কোঁচকানো মানজাঁতি
টুকরো নৌকাকাঠ । সেগুনে বিক্ষিপ্ত
পেনগুইন । ভাসমান অশরীরি
ফুলকি ! পালকি চোবানো দুধে : সাঁতারু
নবমছানা । বাতাবিজলের গ্রে ইঞ্জিন ।
দোলনাঝোলা সিউডো কঙ্কাল : আশির
শাদা বায়স্কোপ !
ঐন্দ্রিলা মোহিন্তাএকুশে শ্রাবণকলিজার ঐন্দ্রিলাসাহিত্যবৃত্তে শিকড়,খুঁজে চলেছে ।দিমাগি সফ্টওয়ারের যন্ত্রখিদে কবিতারচিরাচরিত ঘোর কাটাতে অক্ষম !এভাবেই পথ চলা |
No comments:
Post a Comment