এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুপ বৈরাগী

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


লেভেল ক্রসিং

সিঁড়ির আটধাপে শুয়ে আছে স্কেচবুক
লেড লেটারে ইরেজার চুমু=ফেডেড লাভ
এক কাপ স্টেরয়েড ঢুকুঢুকু
ওরগাজমের শিবনেত্র
শিহরনের চিৎকার
এক কোশ হরমোনাল হারমনি
দুশ ঊননব্বই দিন গঙ্গাজলে ডুব সাঁতার
হাড়ভাঙা সুখের চাতালে ট্রিগার রিলিজ
প্রজননী >> প্রো জননী >> জননী....


টু অ্যান্ড হাফ

মাঝপথে শুরু করে
বিড়ালের জেব্রা ক্রসিং আরও দুবার

শিরা ছেঁড়া থার্ডলেন
খিদে | দীর্ঘশ্বাস | মেহনত

গরীবী জঞ্জাল সাফ
স্বচ্ছ / নির্মল সারজিক্যাল স্ট্রাইক

প্রতিটা পায়ের ছাপ ফেয়ার : স্মার্ট


অনুপ বৈরাগী


কবি উবাচ :

আমার ঠিক কবি হিসেবে কোন পরিচিতি নেই। তাই কবি পরিচিতি ব্যাপারটাই গোলমেলে। কবি বলতেও বাঁধো ঠেকে।

পরিচিতি বলতে আমি ডাক্তার কর্মসূত্রে। দক্ষিণ বারাশত বাড়ি। কাজের জন্য ডায়মন্ড হারবার থাকি। টুকটাক লিখি। লেখার জগতে একেবারেই আনকোরা।নিজের কোন বই আপাতত নেই
দু চারটে ম্যাগাজিন আর কিছু ব্লগে লেখালেখি ।

ব্যস এটুকু । 

অজ পাড়া গাঁ থেকে আসা একজন । ভালো ভালো মানুষের সান্নিধ্য খুঁজি। কিছু শেখার চেষ্টা করি।


No comments:

Post a Comment