এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রুমেলা দাস

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)



“সময়”

আমার চিন্তা হয় প্রকৃতি কিভাবে মনে রাখবে
প্রতিটা ফুল কিভাবে ফোটে,প্রতিটা বিষাদ
শুষ্ক ফলের বীজের ভিতরের শাঁসের মতো।
প্রকৃতি তার ঝুড়ি এনে কুড়িয়ে নিচ্ছে
শিশিরের আঘাতে পড়ে থাকা,
শিউলির সুখের পাপড়ি।
সময় এগোচ্ছে,
সবচেয়ে লাল ফলটিও খুব কাছে নয়।।


“মিথ‍্যে”


অক্ষর সাজিয়েছো আমাকে নিয়ে,
কদাচিৎ সত্যি তার!
সে কথার ভাষাটুকু আপন
আমি পেলাম কেবল নীরবতা।।


রুমেলা দাস

রবীন্দ্রভারতী বিশ্ব-বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী।নেতাজি সুভাষ মুক্ত বিশ্ব বিদ্যালয় থেকে জার্নালিজম এ ডিপ্লোমা স্নাতকোত্তর।বেসরকারি কিছু নিউজ চ্যানেলে সংবাদপাঠক হিসাবে কাজ।
বর্তমানে কলকাতার বাইরে।সাহিত্যের সাথে যুক্ত।
কলকাতা 24*7ওয়েব ম্যাগাজিন,বাঁকুড়া থেকে প্রকাশিত ওয়েব অন্তর্বর্তী শুন্যতা, ফেরারি ওয়েব,অর্বাচীন পত্রিকা সহ বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা,গল্প প্রকাশিত।প্রচ্ছদ অঙ্কন অর্বাচীন পত্রিকা ও বর্ণীক প্রকাশনার বিভিন্ন সংকলনে।
অনুপ্রেরণা-একমাত্র কবিগুরু।



No comments:

Post a Comment