এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নবকুমার পোদ্দার

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


কবিতা

এই প্রথম কবিতা আমাকে প্রত্যাখান করল!
তীরে  ক্ষত বিক্ষত আমার কলমের ঈশ্বর।
আমার বাহুপ্রদেশ
আমার উত্থান
আমার বয়সের পান্ডুলিপি
পদ্ধতিগত ভূগোল
সমতল সমীপেষু
সবেতেই প্রত্যাখান বক্রধারা
তবু রসিয়ে রই উজানে
কবিতার কাছে
কবিতার কাছে
ধারাভাষ্য পরমায়ু শিখি...


নবকুমার পোদ্দার

কয়াডাঙ্গা, কল্যানগড়

উত্তর ২৪ পরগনা


(কবি উবাচ :- খুব ছোট থেকেই অাবৃত্তি শিখতাম। কলেজে পড়বার সময় ম্যাগাজিন এ লেখা। ও কিছু লিটিল ম্যাগ তারপর আবার ৭ বছর কবিতা না লেখা। ফিরে এসে। নানান লিটলম্যাগ। ও বাণিজ্যিক কাগজে লেখালেখি।২০১৫ সালে প্রকাশ পায় 'বৃষ্টি ও টবের কোরিওগ্রাফ')




No comments:

Post a Comment