এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবদূত

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


লিমিট
x>>>0

সকাল আর সন্ধের মাঝে একটা অক্ষরেখা টেনে
দিব্যি হাঁটতে থাকি ঝাঁপতালে
আর কখন ঢুকে যাই নীলাভ দেওয়ালে

দু'কোয়া কমলালেবুর মধ্যবর্তী হাসিতে
ইথারীয় আকরিক নোনা জল
অন্তর আণবিক সুবিধায় লুকিয়ে বায়োজ অঙ্গার
টুথব্রাশ সকালের সূর্য সমীপেষু

সুমেরীয় প্যাভলভ  দৌড়
ঘন্টা ধ্বনি লুকিয়ে রাখি কালির দোয়াতে
ইচ্ছার বিপরীতক্রমে উঠে গেলে
এয়ার লিফ্টের একতারা আলো আর
প্রসব বেদনার পরেই পোক্ত হয়
এক অখন্ড মায়াবাদ!


দেবদূত

কাটোয়া, পূর্ব বর্ধমান

জন্ম : ১৯৮৩


প্রকাশিত কাব্যগ্রন্থঃ খোলাবুক বন্ধ মন (2006)
ফেরারি মনের ঠিকানা(2009)
মন এক আগুনের নাম(2016)

গল্পগ্রন্থঃ মেয়েদের মোবাইল(প্রকাশিতব্য)

সাহিত্যচর্চাঃ কবিতা, গল্প, প্রবন্ধ রচনা৷


No comments:

Post a Comment