এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনিন্দ্য রায়

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)



শ্বাসপাতাল


শিমুলচারার কাছে উবু হয়ে রোদ, ওখানে রাখার মতো কবিতা পাইনিপাতাদের করতল, আকাশবিম্বের প্রতি তার পক্ষপাত, মেলে ধরে। আমি তর্জনী বাড়াই। স্পর্শের নিকটে গিয়ে হাওয়ার অঙ্গুরীয় খুলে যায়,হারায় মুকুর তবে কি যা দেখেছি এতোদিন সকলই ওল্টানো ! অভিকর্ষ বন্ধ হলে আজ সব প্রতিবিম্ব নতুন সাজাই


টুপির ভেতরে বন, পুরুষেরা খরগোশ, মেয়েরা পায়রা, অশেষ রুমাল আছে তাদের সম্পর্কে পাতা, গাছে গাছে কাগজের ফুল। আমার ভূমিকা নেহাতই দর্শকে,র মাঝেমধ্যে হাততালি দিয়ে সব কিছু সক্রিয় করেছি আর তোমার চোখের ফাঁকি আলোর দূরত্বে গিয়ে চমকে উঠেছে 


অনিন্দ্য রায়

জন্ম: ২৮শে জানুয়ারি ১৯৭১, বাঁকুড়া
লেখালেখি শুরু : নব্বইয়ের দশক
প্রকাশিত কাব্যগ্রন্থ : তিরিশে ফেব্রুয়ারি
স্পার্ক অ্যাভেনিউ
কাগজের হারপুন
এক পঙ্‌ক্তির অনিন্দ্য রায়
সম্পাদনা : কবিতাডিহি





1 comment: