বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
পালক উপাখ্যান
আমার চিতা স্পর্শ করে দেখো।
গজগজিয়ে ওঠা ধোঁয়ার পাণ্ডুলিপিতে
তুমি খুঁজে পাবে আমার নিরাকার লোবান।
আমার হাত আর বরফ খুঁজে ফেরে না।
মৃত্যু থেকে আবার শুরু হলে আমি শীৎকার দিয়ে তোমার প্রতিটি ভ্রুণবিরহে গুঁজে দেবো দূরবর্তী আন্দামানের জল।
তুমি শেফালি ফুল ভালোবাসো।
আমি রেলিং ভেঙে তোমায় নিয়ে যাবো
নিষিদ্ধ দেশের সাদা-কমলা মানচিত্রে।
আরেকবার উড়ি চলো।
কৈশিক পথের নিঃশব্দ চরাঞ্চলে।
মন্যুমেন্ট হয়ে দাঁড়িয়ে থাকা
উপাখ্যান পায়রার পরবশ পালকে হয়ে।
ব্রতশুদ্ধসম্পাদক- কারনেশন ম্যাগাজিনসম্পাদক-সিন্যাপস সাপ্তাহিক ব্লগজিনময়মনসিংহ, বাংলাদেশ। |
No comments:
Post a Comment