বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
আঠাশিয়া তত্ত্ব
পরশু রাতে চান করেছিলাম
জল ফোট ____ টুপটুপ ঝরাটুপ
বন্ধ্যা বৃষ্টি, ফসল ফলেনি
চির খাওয়া অনুর্বর জমি
নুড়ি বালি।চুষে নাও সামুদ্রিক নোনতা রস
বীজ বপন। ইঞ্চিখানেক অবসাদের গভীরতায় ডুব দেয় চাতকী
দ্যাখো আঠাশে যুগান্তর
তীক্ষ্ণ, লক্ষ্যভেদী বাণ
আগেও কিন্তু থামিনি,চলেছি
বছর উল্টিয়ে।মাস দিন ক্ষণের ফাঁকে গলছে খান্ডা খান্ডা বদরক্ত
থুপ থুপ ৫ থুপ
বাকী তেইশে অর্কিডের হাওয়া
সুগন্ধি ধূপ...বসন্তের থকথকে সাদা সাইটোপ্লাজম
গর্ভের নিউক্লিয় রস চিবিয়ে খাই
অনুরূপা পালচৌধুরীরানাঘাটকবি উবাচ:
স্বাধীন বাংলা,স্বাধীন আমার দেশ।
স্বাধীনতা অতিক্রান্ত আজ বহু বছর পরেও কিন্তু সেই স্বাধীন জীবনের অখন্ড পর্যায়ে ভাসে খন্ড খন্ড পরিনতি। কখনো সমাজ, কখনো জীবন,কখনো ধর্মের আওতায় ভাসে অনিশ্চয়তার অনুভূতি। স্বাধীনতার বর্মে মোরা নারীর পরাধীন অনুভব-অনুভূতি। ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি থেকে যৌনতা কিংবা ব্যক্তিত্বের স্বাধীন নারী অনুভূতি আঘাত পায় পেশীবহুল শরীরে,পুরুষতান্ত্রিক ঔরসে। পুরুষত্বের দাপাদাপিতেই যেন বাঁচে ঠিকানা বিহীন নারীত্ব,সৃষ্টি। খুঁজে নেয় ঠিকানা,চাওয়া পাওয়া,স্বতন্ত্রতা,স্বাধীনতা,মর্যাদা, গুরুত্ব,সম্মান। তাই সেই নারীত্বের মাপকাঠি থেকে বেড়িয়ে এসে নারী ইচ্ছার প্রাধান্যতেই এই লেখনী তোলা। আর তা থেকেই সৃষ্টি ঠিকানাবিহীন কোন এক নাম না জানা রূপনগরীর ভাসমান জীবাশ্ম জাত অনুরূপ:রূপলেখা। |
No comments:
Post a Comment