এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সৌম‍্যকান্তি চক্রবর্তী

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


চেতনার বিচ্ছুরণ


জ্যামিতিক উচ্ছ্বাসের মত
ইতিউতি ছড়িয়ে পড়ে চেতনার বিচ্ছুরণ ,
তোমার মনকে খুঁজে বেড়ায় আমার
মনের অচল টেলিপ্যাথি ,
হৃদয়ের সামাজিক ছন্দ পায় না
আর অতিভুজের শর্টকাট ,
যৌনতা দিয়ে ছড়াতে পারি না কবিতা জনপ্রিয়তা ,
তাই মনের কিচেনে আজ আধপোড়া কবিতার ব্যঞ্জন ,
অন্ত্যমিলের স্যুপ আর অপ্রাসঙ্গিক অশ্লীলতার স্যান্ডউইচ ...স্বাদকোরকের জিন
বদলাতে হবে না বলো ?


সৌম‍্যকান্তি চক্রবর্তী

সিটি সেন্টার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান


জন্ম: ১৯৭৮ সালের ২৯ শে নভেম্বর
সৌম্যকান্তি চক্রবর্তী গত দুই বছরের বেশী দুই বাংলার বিভিন্ন পত্র পত্রিকা, সংকলন , ব্লগ ইত্যাদিতে  লিখছেন । তাঁর লেখা কবিতা অন্বেষা , শিল্প ও সাহিত্য,  আমাদের লেখা , ঝিনুক , আমি অনন্যা , সৃজনী , কহিসুর , সাহিত্য আলপনা , অল্পকথার কোলাজ,  বনজোছনা , পুষ্পখেয়া ইত্যাদি পত্রিকায় বেরিয়েছে । এছাড়া কবিতা শতক ২ , কবিতা সিন্দুক ২১ , নবকিরণ ও নবারষ নামে চারটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে ।




No comments:

Post a Comment