এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তুলি রায়

বিভাগ : সাক্ষাৎকার
খনন (নতুন কবি)




নবাগতা তুলি রায়ের সাক্ষাৎকার নিলেন ঐন্দ্রিলা মোহিন্তা




[16/10 16:55]

ঐন্দ্রিলা মহিন্তা:
"তোমায় নতুন করে পাবো বলে..."

আবার তোমায় ছুঁতে 

তোমার শিকড়ে শিকড়ে চুমু খাওয়া আর 

থুতনির কৃষ্ণ মাদকতা 

সাহিত্যের নতুন বিপ্রতীপ


[16/10 16:57]

তুলি রায় :
আচ্ছা বেশ

[16/10 16:58]

ঐন্দ্রিলা মহিন্তা:
বিকেলের কফিঠোঁটে 

লেগে থাক আজকের আড্ডা



[16/10 16:59]

তুলি রায়:
স্বাদটুকু লেগে থাক
ছড়াক মধুরতা 

কথোপকথন যেন 

বয়ে আনে কিছু বার্তা



[16/10 17:00]

ঐন্দ্রিলা মহিন্তা:
বার্তা ভরা বকুল প্রেম 

ভরে উঠুক আড্ডার ফ্রেম



[16/10 17:01]

তুলি রায় :
প্রেমায়িত মুহুর্ত

অবগুন্ঠন উন্মোচিত



[16/10 17:03]

ঐন্দ্রিলা মহিন্তা:
এ যে তুমি শ্রী রাধিকা 

কেমন করে শুধাই কথা !

অনাবিল ভাবের ঘোরে 

কাব্য করো কেমন করে ?



[16/10 17:05]

তুলি রায় :
কাব্য নয় ঘোর এযে 

জানিনা কেমনে হয়

ভাব শুধু ভাব না রয়

হৃদয়ে বুঝি এমনি হয় ?



[16/10 18:15]

ঐন্দ্রিলা মহিন্তা:
হৃদয় জোড়া পশমিনি চালচিত্রে 

পোট্রেট আঁকতে আসা কিভাবে ?



[16/10 18:20]

তুলি রায়:
হারিয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাবার পর


[16/10 18:31]

তুলি রায়:
কবিতা কে ভালোবেসে পথ চলা শুরু


[16/10 19:21]

ঐন্দ্রিলা মহিন্তা :
এযে হীরের খনি 

আসমানী কবি ( চুনি )



[16/10 19:27]

ঐন্দ্রিলা মহিন্তা :
কবিতার কাচফলক 

বুঝি হৃদয়ের প্রতিবিম্ব ?



[16/10 19:35]

তুলি রায় :
হীরে নয় 

কয়লা খাদানের শ্রমিক আমি


[16/10 19:36]
তুলি রায়:
হৃদয় নিংড়ে নির্যাসে মেশাই (অ)সফেদ ধূলো


[16/10 19:37]

ঐন্দ্রিলা মহিন্তা :
শ্রমিকের নয় এযে সেকেলে তুলির টান 

সন্ধ্যে মোড়া সাহিত্যের কল্প অভিযান



[16/10 19:39]

তুলি রায় :
সাঁঝবেলার তুলির টানে 

আঁকিবুকি কাটি মনে মনে



[16/10 19:48]

ঐন্দ্রিলা মহিন্তা:
বেশ আড্ডার প্রতিকূলের খেয়ায় 

কবিতা ছাড়া আর কিসে মন চায় ?



[16/10 19:50]

তুলি রায় :
কবিতা ছাড়া কিছুই না রয়

জীবন বুঝি কবিতাময় !



[16/10 20:01]

ঐন্দ্রিলা মহিন্তা: 

শব্দজব্দে ফেলা আলো 

না লেখা তুলিতে  কিভাবে 

জ্যোৎস্না ঢালো ?



[16/10 20:25]

তুলি রায়:
কি জানি কি লিখি

অবচেতনে জোছনা মাখি



[16/10 20:27]

ঐন্দ্রিলা মহিন্তা:
ভীষণ জানতে ইচ্ছে করছে

কিভাবে দেখো সেই কবি তুলির পূর্বরাগ ?



[16/10 20:30]

তুলি রায়:
অবচেতনে লালিত চেতনা 

করে আনাগোনা

তাই দিয়ে আঁকি ছবি



[16/10 20:31]

ঐন্দ্রিলা মহিন্তা:
উদিত হোক বিভোর
শোক ( অকবি )

কাব্য করিডরে



[16/10 20:32]

তুলি রায়:
হোক তাই যাপন

মনে মনে আলাপন(কবিতা)



[16/10 20:33]

ঐন্দ্রিলা মহিন্তা:
আড্ডায় আজ নতুন পাওয়া 

হিমেল রীতি : তোমার ছোঁয়া



[16/10 20:34]

ঐন্দ্রিলা মহিন্তা:
চারিদিকের ভালোমন্দ 

তাতেই কি খোঁজ কবিতাগন্ধ ?



[16/10 20:35]

ঐন্দ্রিলা মহিন্তা :
লেখনীর উত্তাপ কি 

ঘটনার অনুঘটক ?



[16/10 20:36]

তুলি রায় :
চারিদিকে যত বেদনা বিষাদ

তাই দিয়ে গড়ি নিখাদ



[16/10 20:37]

তুলি রায়:
লেখনীর উত্তাপে উদ্ধেলিত 

মম হিয়া পিঘলিত



[16/10 20:38]

ঐন্দ্রিলা মহিন্তা:
ক্লান্তিভরা বিষাদকণা 

সমকালীন আনাগোনা 

কলমে কলম প্রভাবিত 

একী ভাবনাস্রোত বৃত্ত ?



[16/10 20:39]

ঐন্দ্রিলা মহিন্তা :
ঘটনা কিভাবে চিন্তনের মেরুস্রোত হয় 

কবির কবিতায় ?



[16/10 20:42]

তুলি রায় :
কোন কোন ঘটনা অনুঘটকের কাজ করে । বাধ্য করে কলম চালিত করতে


[16/10 20:42]

তুলি রায়:
শব্বজালে গড়ি কবিতাপ্রাসাদ


[16/10 20:43]

ঐন্দ্রিলা মহিন্তা :
কিভাবে প্রভাবিত করে ?চিন্তনীয় অলিগলি ?


[16/10 20:44]

তুলি রায়:
পীড়িত করে , কুরে কুরে খায় শব্দরূপ না দেওয়া পর্যন্ত


[16/10 20:48]

ঐন্দ্রিলা মহিন্তা:
শব্দরূপ কি  শব্দবাজি 

চোরা কুঠুরির কারসাজি ?



[16/10 20:54]

ঐন্দ্রিলা মহিন্তা:
উত্তাপে পুড়ছে সেতু 

বিশেষ কোন প্রভাব হেতু ?



[16/10 20:55]

তুলি রায়:
চোরাবালি 

আর তার নীচে ফল্গুধারা



[16/10 20:56]

ঐন্দ্রিলা মহিন্তা:
কোন বিশেষ ব্যক্তি যার দ্বারা 

তুমি কবিতার উৎসাহ পাও ?



[16/10 20:56]

ঐন্দ্রিলা মহিন্তা :
অথবা কোন 

অমোঘ জিয়নকাঠি ??



[16/10 21:01]

তুলি রায় :
কিছু অসুখ জমে বুকের গভীরে


[16/10 21:01]

তুলি রায় :
লালন করি অবচেতনে


[16/10 21:12]

ঐন্দ্রিলা মহিন্তা :
রিত্তিক আরতি : বলোনা কে সন্ধ্যাবাতী !


[16/10 21:18]

তুলি রায়:
কায়া শুধু কায়া 

আছে তারই ছায়া



[16/10 21:19]

ঐন্দ্রিলা মহিন্তা : 

কে সেই আলাদিন 

নাকি আদরের জিন !



[16/10 21:20]

তুলি রায়:
আলাদিন ? হাসালে 

সবই কি তবে জলে ?



[16/10 21:22]

ঐন্দ্রিলা মহিন্তা:
ভ্রান্তমতী উজান -- মেঘদূতের ধ্বজা


[16/10 21:24]

তুলি রায়:
কবিতার উৎস জানতে চেওনা ললনে


[16/10 21:24]

ঐন্দ্রিলা মহিন্তা:
অনলাইন / প্রিন্টেড / ব্যক্তিগত ওয়াল 

কোনটা প্রেফার করো ?



[16/10 21:25]

তুলি রায়:
ব্যক্তিগত ওয়াল


[16/10 21:27]

তুলি রায়:
আমার পরিচিতি দিয়েছে ব্যক্তিগত ওয়ালের পাঠকরা


[16/10 21:28]

তুলি রায়:
ভালো লাগে অনুভূতি গুলো শেয়ার করতে ওদের সাথে


[16/10 21:31]

ঐন্দ্রিলা মহিন্তা:
পরবর্তী পদক্ষেপ 

লেখার জগতে



[16/10 21:32]

ঐন্দ্রিলা মহিন্তা :
সে কোন রাস্তায়

পাঠককুল তোমায় পাবে ?



[16/10 21:33]

তুলি রায় :
যদি কোনোদিন লেখারা হারিয়ে যায় !


[16/10 21:36]

ঐন্দ্রিলা মহিন্তা :
লেখারা নীহারিকায় বাঁচে


[16/10 21:36]

তুলি রায়:
সব ধরনের কবিতা লিখতে চাই


[16/10 21:37]

ঐন্দ্রিলা মহিন্তা:
অসীমের সাধনা : আলোকবর্ষে কোকিল


[16/10 21:38]

তুলি রায় :
জানি পথ সহজ নয়

তবু



[16/10 21:38]

ঐন্দ্রিলা মহিন্তা:
আচ্ছা লেখায় প্রতিদ্বন্ধীতায় 

কাকে দেখো এবং কেন ?



[16/10 21:40]

তুলি রায় :
আমার কোন প্রতিদ্বন্ধী নেই বা আমি কারোর । নীরবে লিখে যেতে চাই  …


[16/10 21:42]

ঐন্দ্রিলা মহিন্তা:
বিশেষ ইচ্ছে কলমের কাছে বা ভাষায় ?


[16/10 21:45]

তুলি রায়:
মানুষের কাছে পৌছনো


[16/10 21:46]

ঐন্দ্রিলা মহিন্তা:

" বিপুল তরঙ্গ রে...... "



রাতফোটা গভীরতাড়নায় 

নীরবে ইতি হোক  

লাফিংবুদ্ধ ইমেজিং 
মিরর ক্লে নর্তকী ' র  : শ্বেতপ্রদীপ

*******



তুলি রায়ের কবিতা


অভিযোজন


প্যারাফিন জমা সীলিং এ
কিছু কথার কোলাজ
ছুরির ফলায় ধার মাপতে : রক্তক্ষরন
মোমের উত্তাপে সেঁকেছি হাত
নিকোটিন মিছিল হাঁটে জনপদে
জলজ মুহুর্তের ব্যস্তানুপাতে
ব্যর্থ অভিযোজন
সারিবদ্ধ অনুভূতির ভীড়ে হারানো অন্বেষন

                         ||তুলি||


পোট্রেট

যে নারীর ছবি তুমি মনে মনে আঁকো
সবটুকুই কি সত্যি ?
তার চোখে যত গভীরতা মাপো
অবগাহন করেছো তার উপত্যকায় ?
অথচ প্রতিবার বিভাজিকা ছুঁয়েছে আলো
অববাহিকা ভাসে কোজাগরী চাঁদে
বন্যতা মাখা অভিসারে
কিছু নক্ষত্র পতন

                    ||তুলি||



তুলি রায়

গৃহকর্মরতা।
কবিতায় বাঁচি , করি কবিতা যাপন।


No comments:

Post a Comment