এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুদীপ ব‍্যানার্জি


বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


পিছমোড়া

বিশুদ্ধ কিছু মেঘ দেখলে
চামড়া তোলার আগে
হাড়ের ডেন্সিটি মেপে
ছেড়ে দাও উপমেঘ করে...

ঘামলে, পত্নী উপপত্নীর তফাত
ছকে ফেলে,
জল করে দাও...

ছেড়ে দাও কিছু নেড়ি নেড়ি মেঘ
কুত্তার  দরবারে...

কিংবা কৃত্রিম উপগ্রহে
জন্মেছে যে তিতকুটে শ্যাওলা...
গামলা ভ'রে গিলিয়ে দাও
অগ্রদানী মেঘের খাদ্যনালীতে...

...এরপর প্রক্রিয়াকৃত রোদ উঠবে....


সুদীপ ব‍্যানার্জি

হুগলী জেলার ধণিয়াখালির বাসিন্দা।
ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর।
পেশা --শিক্ষকতা।
সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ---"তিন পাত্তির তাস"।



No comments:

Post a Comment