এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবাশিস মুখোপাধ্যায়

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


লিরিক

এই তো দুপুর হাতে
হাত না রেখে চলে গেল
কিশোরী সময়
হেমন্তের ফ্রক তার গায়ে
বুকে মরা কাশ
উপেক্ষার চোখ অস্বীকার করলে
সমস্ত ব্যাকরণ
পড়ে থাকে কাঠামো শুধু
পুকুরের পাড়ে
প্রজাপতিহীন এক  
না রিলিজ সিনেমা
দৃশ্যত ফুরিয়ে আসে
সন্ধ্যা সন্ধান পায় না আর


অস্থির

পাথরের সাথে আজ কথা হল
অক্টোবরের
এত বৃষ্টির পর দেহ ঘঁষে
আগুন এলো না
উৎসবের পর শব্দে শুধু জল
বাজারে ফুলের দাম চড়া

খাবার টেবিলে ভীষণ কালো মেঘ
খিচুড়ির ওপর ভাজা
আর্সেনিকের আঙ্গুল
পোকাধরা দাঁত
মুখে তুলে ধরছে

একটা যুদ্ধের কথাবার্তা
একবারও  স্নায়ুর
প্রসঙ্গ আনে নি
তবুও ভুত নিয়ে
সেটাই তাড়িয়ে নিয়ে গেল কিছুক্ষণ

দেবাশিস মুখোপাধ্যায়

কবি পরিচিতি

কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার 
বাগনানে বাস করেন ।তার কবি জীবন 
শিশুকাল থেকে । 
কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই
1997ক" কবিতার একখন্ড মুখ" । এরপর 
কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ",
এরপর এখন বাংলা কবিতার কাগজ 
প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " ,
পত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে 
" বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং 
নতুন পাতার গন্ধ " । কবি কবিতায় 
বাঁচতে চান

                           

No comments:

Post a Comment