বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
অসুখ
এখন পৃথিবীর গভীরতম অসুখ,
ব্যালাড তাই রচিত হয়না আর
ডুয়ার্সের উষ্ণতায় গ্লোবালাইজেশনের ছাপ
বসন্ত এখন পলাশমুখী নয়
বাঁশির করুণ সুর শোনা যায়না এখন
অসুখ ছাড়বে না, ওষুধ পাওয়া যায়নি
শহুরে হাওয়ায়-মুছে গেছে গ্রামীণ কথা
জোছনায় আলোকিত হৃদয় নিঃশেষিত
মদেশিয়া যুবক মাদল ভুলে পপ্ সিঙ্গার ,
সভ্যতা বদলেছে যেমন ভাবে বদলায় সময়
|
সঙ্গীতা পাল
কবি উবাচ:
1992 থেকেই কবিতা গল্প লিখছি।উত্তর বঙ্গ সংবাদ এ বুক রিভিউ করতাম।আকাশ বানী তে নিয়মিত কবিতা পাঠ করি।স,সি এন chanele বৈঠকী আড্ডায় বসি। প্রকৃতি পাঠ শিবির করি।নাটক করতাম। এখন নাটকের মিউজিক করি।abstract art করি।গীটার শখে বাজাই।আগে আবৃত্তি করতাম। এখন আবৃত্তির school বন্ধ।পেশায় শিক্ষক।নেশা ঘুরে বেড়ানো।প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। 5 টা কাব্য গ্রন্থ।এডিটর মেঘ বৃষ্টি রোদ্দুর পত্রিকা।
|
No comments:
Post a Comment