এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

কুমারেশ তেওয়ারী

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)



কার্নিভালের কাছে

কার্নিভালের কাছে রেখাচিত্রগুলো জমা দিয়ে
কিনে নেবো একটুকরো গগনবিলাস
তবু কেউ আমাকে গগনবিহারী বললে
তার হাতে কিছুটা মরীচিকা ধরিয়ে দিয়ে
উতরোল ঢ্যামনামোতে ঠেসে ভরে দেবো কানাঘুষো 

##
এরপর প্লেটোনিক জগাই-মাধাই হয়ে
সাড়ে তিনঘন্টার অ্যালকোহল এপিসোড গাইতে গাইতে
হরি হে মাধব ভাঙ্গা কলসি কোথায় পায় গৌর

##
পেচ্ছাবের ইনফেকশন থেকে কোথায় পালাও বাৎসায়ন
মাইরি বলছি আমাকে আর জাহান্নাম চিনিও না
আদার ব্যাপারীর এই আঁতলেমিটুকু সহ্য করে
কিছুটা ক্ষেমা রেখে যাও 

##
আমি ফসিলের সঙ্গে ফসলকে গুলিয়ে ফেলেছি বলে
কান ধরতে বলার লজ্জায় দ্যাখো কেমন নেতিয়ে পড়ছে জিভ


কুমারেশ তেওয়াররী

জন্ম আসানসোলের কন্যাপুরে সত্তর দশকের মঝামাঝি।পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে।বর্তমানে নিজস্ব টিউটোরিয়ালে শিক্ষকের ভূমিকায়।কবিতা চর্চার শুরু ছাত্রাবস্থা থেকেই। তবে সেই অর্থে সিরিয়াস লেখালেখির বয়স ৮-৯ বছর।প্রকাশিত কাব্যগ্রন্থ ৫ টি—নেমে আসা  অন্ধকারে/ জুড়ন পুকুর (প্রিয়শিল্প প্রকাশন, কলকাতা)/ নক্ষত্রের গান (কবিতাসীমান্ত, কলকাতা )/ ব্যালেরিনা ও নকশি কাঁথায় নষ্ট গন্ধ, প্রতিভাস, কলকাতা)/ মিরর এফেক্ট (কবিতাপাক্ষিক, কলকাতা)।মূলত কবিতায় লেখেন এবং বাণিজ্যিক ও অবাণিজ্যিক বহু পত্রপত্রিকায় লিখে চলেছেন।   লেখালেখির পাশাপাশি “কায়াকবিতা” নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন এবং “কবিতা আশ্রম” পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য।


No comments:

Post a Comment