এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সবর্না চ‍্যাটার্জ্জী

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


চিরসঙ্গী


এক একটা স্মৃতি যেন সমুদ্র!
গভীরতায় ডুবতে ডুবতে বাজচ্ছে
হুঙ্কারী আলাপ,
এ মালকোষে কথা বলে বুকচাপা চিৎকার।
গলছে এক একটা পাথরের স্মৃতি,
বরফ সাদা ফেনায় বয়ে যাওয়া সমস্ত
ঝিনুক, ছটফট করে বন্দী মুঠো,বিচ্ছেদ যন্ত্রণায়!
মুক্তোরা ফেলে যায় প্রতিচ্ছবির গাঢ় জল। দাপুটে ঢেউ বালিঘড়ি গুনে তুলে রাখে বিচ্ছেদ,সময়ের খাতায় ।
কোলে মাথা দিয়ে শুয়ে আছে স্মৃতি,
না-বিস্মৃত ঘোরে।
নীলাঞ্জলি দেবে যত ভদ্রতা, চোখের জলে।
এক একটা ঢেউ এক একটা মানুষের ছদ্মবেশে
সূর্যাস্তের অন্তিমে ভাঙছে গোধূলির রঙ
সমুদ্রের বুকে আবার ভাসব আমি, স্মৃতির চিরসঙ্গী হয়ে।।


সবর্না চ‍্যাটার্জ্জী

কবি উবাচ:

কম্পিউটার প্রযুক্তি বিদ্যায় উচ্চ ডিগ্রী থাকা সত্ত্বেও উপার্জনের যন্ত্র হয়ে উঠতে চাইনি।সংসারের চেনা শব্দের ভিতরেই খুঁজে পাই অমরতার বীজমন্ত্র।তুচ্ছ যা কিছু, ছায়া ফেলে  মনে,তাই রূপ পায় নানা কলাশিল্পে, কখনো রঙ তুলিতে,গানের ছন্দে, কখনো শব্দে।নিজেকে অবিরত ভাঙাচোরা করে সাহিত্যকর্মীর পবিত্র নিষ্টায় এগিয়ে চলেছি।
নিয়মিত কবিতা ও প্রবন্ধ বিষয়ক বিভিন্ন স্বাদের লেখা প্রকাশিত হচ্ছে যে সব পত্রিকায়,তার নাম দেওয়া হল--

কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে নিম্নোক্তো পত্রপত্রিকায়--
ট্রৈনিক, অতসী,হরিৎক্ষেত্র, তবুও মানুষ,পারিজাত,চারুপ্রকাশ,অজন্তা,কবিমশাই সাহিত্য পত্রিকা,অর্বাচীন,সমবেত(অপেক্ষায়)
ছোটদের ওয়েব ম্যাগাজিনের মধ্যে ---
ইচ্ছামতী ছোটদের মনের মত ম্যাগ,ম্যাজিক ল্যাম্প,জয়ঢাক(অপেক্ষায়)
কবিতার সংক্রান্ত ওয়েব ম্যাগের মধ্যে--
অন্তর্বর্তী শূন্যতা সাপ্তাহিক ব্লগজিন,kolkata ২৪ * ৭ অনলাইন ম্যাগাজিন, ফেরারি(অপেক্ষায়),তরঙ্গ(অপেক্ষায়)।
এছাড়া ধারাবাহিক ক্রমশ প্রকাশ্য ফেজবুক পেজ,প্রতিলিপি ফেসবুক পেজ।


No comments:

Post a Comment