বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
জলছবি
১।
ছাদ জুড়ে বৃষ্টির ফেলে যাওয়া জলছাপ,
আঙুল দিয়ে কিছু বেনামী চিঠি লিখলাম তোমাকে
আবার বৃষ্টি আসার আগে পড়ে নিও |
ইচ্ছে হলে কান্না,অল্প হাসি,
ওখানে কিছু সুখও লেখা আছে |
এই ছাদে কেউ আসে না,
সব হাসি-কান্না আড়ালেই থাকবে |
চাইলে অপেক্ষা করতে পারো
পরের বৃষ্টির জলছাপ অবধি
আমার জন্য চিঠি রেখে যেতে…
ছাদ জুড়ে বৃষ্টির ফেলে যাওয়া জলছাপ,
আঙুল দিয়ে কিছু বেনামী চিঠি লিখলাম তোমাকে
আবার বৃষ্টি আসার আগে পড়ে নিও |
ইচ্ছে হলে কান্না,অল্প হাসি,
ওখানে কিছু সুখও লেখা আছে |
এই ছাদে কেউ আসে না,
সব হাসি-কান্না আড়ালেই থাকবে |
চাইলে অপেক্ষা করতে পারো
পরের বৃষ্টির জলছাপ অবধি
আমার জন্য চিঠি রেখে যেতে…
২।
তোমারও বলিহারি !
সঙ্গমে পা ছুঁলে,প্রণাম করবে তাই বলে ?
আর এই যে অন্ধকার !
আলতামিরার গুহাবাসীরা ধার মানতো তার ?
অথবা,নীল নদের পাড়ে,
ধানসিড়িটির তীরে,
আদিম লেখক পরোয়া করেছেন সূর্য্যদেবের ?
চলো,একদিন কার্ফু ডাকি,
শহরে জারি হোক ১৪৪ ধারা !
ফুটপাথে থাকে যারা
শুধু ওদের সামনে,
শুধু ওদের সামনে আকাশ ভাঙা বৃষ্টিতে
পার্ক স্ট্রিট পাঁচ মাথায়
যেখানে দুর্ঘটনা হয়—
মিলিত হই
৩।
জাফরান রঙের বিকেলটা ঢলে পড়লো
চোখের সামনে,
অজান্তেই হাতের কাপ খালি !
দুধ-চা বদলে কখন যে তরল হলদেটে দাহ্য রূপ নিলো
খেয়াল করিনি |
কোল্ডস্টোরেজের দু টুকরো বরফ তার মধ্যে
শব্দ করে
নিজেদের অস্তিত্ব জানান দেয় !
এক পাত্র
দুই পাত্র,তিন,চার...
সোনালি সভ্যতা বললো 'এখন সন্ধে',
নাগরিক একটু করে চুমুক দিচ্ছে মৃত্যুতে...
No comments:
Post a Comment