এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

কৃষ্ণেন্দু দাসঠাকুর

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)


অভিনীত


পৃথিবীটা সশব্দে ফেটে পড়ল না তো!
মঞ্জুষা তুমি বলেছিলে---
আমার গায়ে যেদিন পরপুরুষের
গন্ধ উঠবে।

রাস্তার প্রতিটি সাইনবোর্ড
ভাঙা লাল সাইকেল
রঙ ওঠা পাঁচ বছরের জামা
রি রি করে তেড়ে আসে।

অস্তিত্বের তর্কে,বন্ধু বিচ্ছেদ।তবু--
নক্ষত্রপথ ফাটিয়ে রক্ত দিয়েছি,
নদীর জলে উদ্দেশ্যসাধক ঘটি
চামড়া ফাটা আকাশের টিটকিরি
যেন,মঞ্চে মৃত সৈনিকের অভিনয়।

বাঃ! ভালো। বেশ ভালো।
পৃথিবী এখন পাত্তাড়ি গোটাইনি!
ধর---ধরলাম।
বাঁধো---বাঁধলাম।
চলো---চললাম।


কৃষ্ণেন্দু দাসঠাকুর

কান্দরা, পূর্ব বর্ধমান

বি.এ(অনার্স) এম.এ(বাংলা)।
পেশা : শিক্ষকতা
৫০-৫৫ অনলাইন+ প্রিন্টেড পত্রিকার সাথে যুক্ত।
বলাকা নামক একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।
নিজের একটি নাট্যগোষ্ঠী আছে।
তিনটি যৌথ কাব্যসংকলনের কাজ চলছে।
মূলত কবিতা,অনুকবিতা,গল্প,অনুগল্প, ছড়া লেখার চেষ্টা করি।



No comments:

Post a Comment