১।
আকাশে বড্ড তারা তারা জমেছে
বৃষ্টি হয়নি
তাই তারাদেরও তাড়াহুড়ো নেই
খুলে দেওয়া মেঘে জোনাকীর আলো
আলো=ছায়া।সমানাংশের অনুপাতে গোপন ধারা বিবরণ
আকরিক জীবাশ্মে ঘটে
চুমুর ফলন
অন্ধকারেরও আকার ছিল ঔরসজাত
নাভির চৌহদ্দি পেরিয়ে চাঁদ জ্বলে যায়
আয়না গলে গেলে তোমার পিদিম-নোংড়ামো
সিগারেট পুড়ে যায় ছাই ওড়ে তোমার চিতাকাঠ আত্মবিলাসী
বৃষ্টি হয়নি
তাই তারাদেরও তাড়াহুড়ো নেই
খুলে দেওয়া মেঘে জোনাকীর আলো
আলো=ছায়া।সমানাংশের অনুপাতে গোপন ধারা বিবরণ
আকরিক জীবাশ্মে ঘটে
চুমুর ফলন
অন্ধকারেরও আকার ছিল ঔরসজাত
নাভির চৌহদ্দি পেরিয়ে চাঁদ জ্বলে যায়
আয়না গলে গেলে তোমার পিদিম-নোংড়ামো
সিগারেট পুড়ে যায় ছাই ওড়ে তোমার চিতাকাঠ আত্মবিলাসী
শব্দশ্রুতিরূপ :
অনুরূপা + রাহুল
২।
এই খোলা ছাদ।খোলা বারান্দা
খোলা ছাদ তোমারফুসফুস
ফুসফুসে কুয়াশা।কুয়াশায় কাঠ জ্বলে।চিতা কাঠ
চিতার আড়ালে দেওয়াল।দেওয়ালের ওপারে তুমি এপারে আমি
কেউ বোঝে না পরিচয়।
অসহায় প্রজনন
প্রজননের একমুঠো ফুল
কিনে ফেলে হারানো চিঠির ডাকবাক্স
খোলা ছাদ তোমারফুসফুস
ফুসফুসে কুয়াশা।কুয়াশায় কাঠ জ্বলে।চিতা কাঠ
চিতার আড়ালে দেওয়াল।দেওয়ালের ওপারে তুমি এপারে আমি
কেউ বোঝে না পরিচয়।
অসহায় প্রজনন
প্রজননের একমুঠো ফুল
কিনে ফেলে হারানো চিঠির ডাকবাক্স
শব্দশ্রুতিরূপ :
অনুরূপা + রাহুল
No comments:
Post a Comment