এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুজিত মান্না

বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)



কোনো এক রাত্রির কাছে চিঠি


এতদিনে জেনেছি
প্রত্যেকটা রাত্রির এক একটা শৈলী আছে
নিষ্ঠুর মৃত্যুর পাহাড়কে ট্রেক করে
                                      অনেকেই নিরিবিলি হয়ে ওঠে ।
একটা রাত্রি রাত্রির মতো করে বাড়িটাকে ঘুরে দেখে
কিছু চেনা শব্দ সীমানায় ঢুকলেই
                                       গোপনতা আরো নির্জন হয়ে ওঠে

ওরাই কি আমায় সচেতন হতে শেখায় ?

তুমি শিখিয়েছো গলি অন্ধকার হয়ে উঠলে
প্রেম দেখাতে নেই
মাথা নিচু করে
মাটির হয়ে উঠতে হয়

সত্যিই কি বয়স একথা মেনে নেয় ?

আমি তো ছায়ার মুখ সরিয়েছি অনেকবার ,
কথা বলি অসীমে মনখারাপ নিয়ে গিয়ে
আসলে বদলাতে বদলাতে হয়তো
অনেক ছায়াকেই
আমরা শৈশব ভোলাচ্ছি


সুজিত মান্না ।

জন্ম ২৩শে সেপ্টেম্বর ১৯৯৭ ,

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খাসবাড় নামক গ্রামে ।

এখনো নিজস্ব কোনো বই প্রকাশ হয়নি । অন্তহীন নামে একটি ওয়েবজিন সম্পাদনা করেন।

ভারত ছাড়াও আরো চারটি ভিন্ন দেশের বাংলা পত্রিকা এবং সংবাদপত্রে কবিতা প্রকাশ হয়েছে এবং নিয়মিত বেরোচ্ছে । এই মুহূর্তে ইংরেজির ছাত্র । কবিতাতেই বিচরণ বেশি । এছাড়া কিছু গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়।




No comments:

Post a Comment