বিভাগ : কবিতা (জোনাকিপাঠ)
এমন তো কথা ছিল না আনন্দি !!
এমন তো কথা ছিল না আনন্দি !!
তুমি বদলে যাবে হঠাৎ করে,
এমন তো কথা ছিল না আনন্দি !!
তুমি বদলে যাবে হঠাৎ করে,
নিজেকে সপে দেবে অন্যের ঘরে,
এটা তো বলনি কোনদিন আমায় !!
আমি তোমায় ভালবেসেছিলাম আনন্দি ,
তোমার সমস্তটাই নিজের বলে ভাবতে
তোমার সমস্তটাই নিজের বলে ভাবতে
শুরু করেছিলাম,
আমার রূপ ছিল না শরীরে, তাই বোধহয়
ওরা তোমায় নিয়ে চলে গেল এত সহজে ।।
আচ্ছা আনন্দি মনে পড়ে সেই বৃষ্টির দিনগুলো,
অথবা শীতের বিকেলগুলো,
পুকুর ঘাট,শুনশান পথ
হালকা ঠোঠ চিরে বেরিয়ে আসা ধোঁয়া,
একটা ছোট্ট কথা তোমাকে দেওয়া,
আমি তোমায় ভালোবাসি আনন্দি
আর তো কটা মাস,
আর তো কটা মাস,
বিদেশ থেকে ফিরতে বাকি আমার --
এই একইভাবে অপেক্ষা করবে তো আমার ??
তুমি কথা রাখ নি আনন্দি,
এই একইভাবে অপেক্ষা করবে তো আমার ??
তুমি কথা রাখ নি আনন্দি,
আমার জন্য একটিবারও বেঁচে দেখতে চাও নি ।।
প্রতিরাতের মতোই এরাতেওছেড়ে চলে গেছো আমায় ।।
এমন তো কথা ছিল না আনন্দি !!
No comments:
Post a Comment