বিভাগ : কবিতা (জোনাকি পাঠ)
দম চড়াই
এক টানে দম চড়াই-
দুটো নিশ্বাস জড়িয়ে যায় বুকে;
কিছু প্রেম নামক অসুখ
নিজেকে শেখায় বোকামির বায়োগ্রাফি!
তোমার আলগা আলগী অভিনয়
টিভি পর্দা ফুঁড়ে জেরক্স কপি-
মগজের সোহাগ
সাক্ষাৎ অভিমানী....
মধ্যাকর্ষের সম্মোহন
আমার পাঁজর ঘেঁষে,
শ্লেষাত্মক অসস্তি
থকথকে ফুসফুসে -
ঘুমজড়ানো তোমার এইচ.ডি নেশা!
আরও একটা টানে
দুটো দম
পুড়ে যায় চার খুঁটির মাঝবরাবর একবুক নিশ্বাস জড়িয়ে॥
অর্ণব মন্ডল
বাবার নাম-অশোক কুমার মণ্ডল
মা নাম-বন্দনা মণ্ডল
গ্রাম+পোস্ট-বরুণহাট
জন্মস্থান-হাসনাবাদ
থান- হাসনাবাদ
জেলা- উত্তর চব্বিশ পরগনা
|
No comments:
Post a Comment