বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
বলে গেলাম
আমার জন্যে স্বপ্ন দেখিস
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই
ছুঁয়ে থাকিস কল্পনাতে
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই ।
সকাল বেলা চায়ের কাপে
আমার স্মৃতি মিশিয়ে নিস,
সন্ধ্যে হলে পুজোর ঘরে
সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিস ।
কবিতাতে সাজিয়ে রাখিস
আমার ছবি
সবাই যদি বলে তোকে
পাগল কবি
মেনে নিস ।
মরে গেলে শক্ত থাকিস
জুঁইয়ের মালায়
সাজিয়ে দিস ,
স্বপ্নে আমায় আদর করিস
অর্হনিশ ,
বুকে যেমন জড়িয়ে রাখিস
রাত্রিবেলা
তেমনি রাখিস ,
আদর নিস ।
আমার জন্যে স্বপ্ন দেখিস
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই
ছুঁয়ে থাকিস কল্পনাতে
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই ।
সকাল বেলা চায়ের কাপে
আমার স্মৃতি মিশিয়ে নিস,
সন্ধ্যে হলে পুজোর ঘরে
সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিস ।
কবিতাতে সাজিয়ে রাখিস
আমার ছবি
সবাই যদি বলে তোকে
পাগল কবি
মেনে নিস ।
মরে গেলে শক্ত থাকিস
জুঁইয়ের মালায়
সাজিয়ে দিস ,
স্বপ্নে আমায় আদর করিস
অর্হনিশ ,
বুকে যেমন জড়িয়ে রাখিস
রাত্রিবেলা
তেমনি রাখিস ,
আদর নিস ।
No comments:
Post a Comment