এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বনলতা


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


বলে গেলাম

আমার জন্যে স্বপ্ন দেখিস
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই
ছুঁয়ে থাকিস কল্পনাতে
অর্হনিশ ,
তেমন কোনো বারন নেই ।

সকাল বেলা চায়ের কাপে
আমার স্মৃতি মিশিয়ে নিস,
সন্ধ্যে হলে পুজোর ঘরে
সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিস ।

কবিতাতে সাজিয়ে রাখিস
আমার ছবি
সবাই যদি বলে তোকে
পাগল কবি
মেনে নিস ।

মরে গেলে শক্ত থাকিস
জুঁইয়ের মালায়
সাজিয়ে দিস ,

স্বপ্নে আমায় আদর করিস
অর্হনিশ ,
বুকে যেমন জড়িয়ে রাখিস
রাত্রিবেলা
তেমনি রাখিস ,
                  আদর নিস ।

বনলতা সূত্রধর

হাওড়া জেলার বাগনান নামক এক মফঃস্বরে জন্ম।  দাদু শ্রী নিতাই চক্রবর্ত্তী , ঠাম্মা । শেফালী চক্রবর্ত্তী , বাবা শ্রী অশোক চক্রবর্ত্তী , মা কাজল চক্রবর্ত্তী ।
গ্রামের বিদ্যালয়ে লেখাপড়া শুরু , সেখান থেকে উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়ে পড়াশোনা করে সংসারের কড়া খুন্তি জীবনে প্রবেশ । প্রথম সাহিত্য চর্চার প্রেরণা স্বামী শান্তনু সুত্রধরের কাছে ,
ভাবনার ভ্রূনেরা ধীরে ধীরে এসে বসে ছোট্ট কুঁড়ে ঘরের সদরে, চেতনার আকর্ষ শুধু খোঁজে নতুন আর নতুন ,.যা কিছু নিজের ছিলো তা আজ কস্তুরী প্রকৃতির খেয়ালে , এই গন্ধ মানুষের মনে হয়ে থাক চিরন্তনী , চেনা প্রথম বৃষ্টির গন্ধের মতো ।



No comments:

Post a Comment