এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুনন্দ মন্ডল


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



___________হৈমন্তী

পেঁজা তুলো মেঘ, শরৎ আকাশ শেষে,
বার্তা এলো পৃথিবীতে, হেমন্তের অভিষেক, নির্নিমেষে।
কুয়াশা ভেজা ভোর, শিশিরের রেখা,
সবুজ ঘাসে ঘাসে প্রানের দেখা।

হৈমন্তিক সকাল, তোমার মুখে,
কোমল মুখখানি, হৃদয় জুড়ায় সুখে।
দুপুরের প্রখরতা তোমার পদভারে,
এপ্রান্তে-সেপ্রান্তে, মনে দোলাচল, ঔজ্জ্বল্য ঘরে।

মনে কি পরে সেই দিন? হেমন্ত গোধূলি!
দিয়েছিলে সুখাবেশ, ক্ষনিকের পদধূলি।
পেয়েছিলাম স্নিগ্ধতা, পেলব পরশ,
চিত্তের রোমে রোমে জেগেছিল হরষ।

তুমি এসে নয়ন পানে চেয়ে ছিলে,
প্রাণে নব নব আশা দিয়েছিলে।
কত প্রতিশ্রুতি, কত লেনদেন,
ঘুরেছি শহর-গ্রাম, ছোট গলি-লেন।

হেমন্তের সন্ধ্যা, তারা ভরা আকাশ,
প্রেমের উজ্জীবন, ভালোবাসা প্রকাশ।
জড়িয়ে ধরেছিলে আমাকে, রাত জাগা পাখি,
কত স্বপ্ন এঁকেছি সেদিন, বন্ধ হয়নি আঁখি।

থরে থরে এলো, সেই হৈমন্তিক,
ঘটে গেছে পথের বাঁকে কত বৈপ্লবিক।
এখনো সেই নিবিড়তা, প্রতিটা শ্বাস মুহূর্ত,
গুনে যায় আজো, ভালোবাসি তাই হয়তো!

হেমন্তের রাতে দিয়েছিলে হিম শরীরে,
মিশে গিয়েছিলে গভীরতর বিবরে।
হেমন্ত ছায়া গায়ে মেখে, তোমায় ভালবেসে,
'হৈমন্তী' নামে ডেকেছিলাম গভীরানুরাগ বশে।

সুনন্দ মন্ডল
কাঠিয়া,মুরারই
বীরভূম।


No comments:

Post a Comment