এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

স্মৃতি রায়


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


--শিকারে গেলে--

আঁধার শুরু হয় পাখির ডানার নীচে
প্রদীপ মুছেগেলে--
দোলনচাঁপা খুলেপরেছিলো রুটির মতো.
পুরোপুরি চুম্বকের মেরু থেকে.
অংশটুকু আসছে গোপন শিষ এ.
পেকে ওঠা সমুদ্রে মৃত মাছেদের দেহাবশেষ.
শোকে,চাঁদ উঠলে টোকাদেয় অজস্র দীর্ঘশ্বাস...



---উপমার বিষয়বস্তু---

এধারে মৌরলার প্রসার-
মাধবী নামবে সকালের শেষে, ভালোগড়ন
কিছুকিছু মানুষ সময়হীন.
বন্ধরাখি লিভারে--
লেখ্যভাষায় ,দালানে উঠতে চায় গোটা লেবু
বৃদ্ধ টেবিলের মর্মর ঝোঁক. চিরদিন
উড়বে জল,আঙটায়
উপমা শুনবো|


----দানাদার ঘুম----

তাহলে ভাবনায় দানাদার ঘুম, সম্ভাব্য|
অর্দ্ধেক প্রাণ-
এতোদিনে গোদাবরীর তীরে ,স্বশব্দে
গর্ভবতী পিঁপড়ের লাথি--
শিমুলের সর্বাঙ্গে..
ফটফটে দুধ ,ফাইন আর্ট শেখালে
খোলাচুলে চুড়ুই বসাতাম --
ফুরুত করে....

স্মৃতি রায়
উত্তর দিনাজপুর
 স্নাতোকত্তর,(বাংলা) বি.এড.



No comments:

Post a Comment