বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
কলঙ্ক
চাঁদের মতোই কলঙ্ক লাগেছে গায়ে
পা থেকে মাথা - বাদ দেইনি কোথাও
লাগিয়েছে কালো দাগ ---
নিকষ কালো গভীরতায় ---
--- বেড়ে চলেছে কলঙ্কের দাগ !
ঘষে-মেজে ধোয়ার চেষ্টা বহুবার
প্রতিবারে ঢেকেছি অমাবস্যার আঁধার
অশান্তি পূর্ণিমার আলোতে ---
টেনে আনে মাছের বাজারে ---
--- শাক দিয়ে কি ঢাকা যায় !
সালের গাছ চোট খায় বাকলে
সবার চায় ধুনোর সেই মিষ্টি সুবাস
কোপ মেরে যায় প্রতিদিন ---
সেচ্ছাচারের পিপাসু ছরা ---
--- আমি সেজে উঠি কলঙ্কের দাগে !
অসহায়-ব্যার্থতাচাঁদের মতোই কলঙ্ক লাগেছে গায়ে
পা থেকে মাথা - বাদ দেইনি কোথাও
লাগিয়েছে কালো দাগ ---
নিকষ কালো গভীরতায় ---
--- বেড়ে চলেছে কলঙ্কের দাগ !
ঘষে-মেজে ধোয়ার চেষ্টা বহুবার
প্রতিবারে ঢেকেছি অমাবস্যার আঁধার
অশান্তি পূর্ণিমার আলোতে ---
টেনে আনে মাছের বাজারে ---
--- শাক দিয়ে কি ঢাকা যায় !
সালের গাছ চোট খায় বাকলে
সবার চায় ধুনোর সেই মিষ্টি সুবাস
কোপ মেরে যায় প্রতিদিন ---
সেচ্ছাচারের পিপাসু ছরা ---
--- আমি সেজে উঠি কলঙ্কের দাগে !
আকর্ষ ধরেই ওঠার চেষ্টা
- করেছি বহুবার,
ছিঁড়েছে বাহুডোর-পাইনি কিছুই খুঁজে
- পড়ে আছে ছাইপাঁশ,
দু'চোখের স্বপ্নেরা, বয়েগেছে জল হয়ে
… হারিয়ে গেছে বালির চোরা স্রোতে।
গাঁইতি-কোদাল কত খোঁড়াখুড়ি!
আকাশের দিকে বসে থাকি হাত-পা ছড়িয়ে
সব হারানো মেঘলা আকাশ
… যদি, দিয়ে যায় কিছু?
দুই হাত ধরতে চায় আজও
উঠে দাঁড়াতে চায়-আমারও পরাণ
পঙ্গু শরীর আর ছেঁড়া আকর্ষ
মজবুত খুঁটি পাইনি একটাও
অসহায়-ব্যার্থতা…!
অট্টহাস্যে ফেটে যায় কান
… পড়ে থাকি দুমড়ে-মুচড়ে।
No comments:
Post a Comment