এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুদর্শন প্রতিহার


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


কলঙ্ক

চাঁদের মতোই কলঙ্ক  লাগেছে গায়ে

পা থেকে মাথা - বাদ দেইনি কোথাও
লাগিয়েছে কালো দাগ ---
নিকষ কালো গভীরতায় ---
         --- বেড়ে চলেছে কলঙ্কের দাগ !

ঘষে-মেজে ধোয়ার চেষ্টা বহুবার
প্রতিবারে ঢেকেছি অমাবস্যার আঁধার
অশান্তি পূর্ণিমার আলোতে ---
টেনে আনে মাছের বাজারে ---
             --- শাক দিয়ে কি ঢাকা যায় !

সালের গাছ চোট খায় বাকলে
সবার চায় ধুনোর সেই মিষ্টি সুবাস
কোপ মেরে যায় প্রতিদিন ---
সেচ্ছাচারের পিপাসু ছরা ---
         --- আমি সেজে উঠি কলঙ্কের দাগে !


অসহায়-ব্যার্থতা

আকর্ষ ধরেই  ওঠার চেষ্টা
    - করেছি বহুবার,
ছিঁড়েছে বাহুডোর-পাইনি কিছুই খুঁজে
     - পড়ে আছে ছাইপাঁশ,
দু'চোখের স্বপ্নেরা, বয়েগেছে জল হয়ে
… হারিয়ে গেছে বালির চোরা স্রোতে।

গাঁইতি-কোদাল কত খোঁড়াখুড়ি!
আকাশের দিকে বসে থাকি হাত-পা ছড়িয়ে
সব হারানো মেঘলা আকাশ
… যদি, দিয়ে যায় কিছু?

দুই হাত ধরতে চায় আজও
উঠে দাঁড়াতে চায়-আমারও পরাণ
পঙ্গু শরীর আর ছেঁড়া আকর্ষ
মজবুত খুঁটি পাইনি একটাও
    অসহায়-ব্যার্থতা…!

অট্টহাস্যে ফেটে যায় কান
   … পড়ে থাকি দুমড়ে-মুচড়ে।

সুদর্শন প্রতিহার
সম্পাদক -"নব-প্রয়াস"
গ্রাম - গিলাবনী
ডাক - নোহারী
জেলা - পশ্চিম মেদিনীপুর
রাজ্য - পশ্চিমবঙ্গ
দেশ - ভারত
সূচক - ৭২১১২১
চলভাষ - +৯১৮১৫৯৯৪৪০৪৬

কবি পরিচিতি :-
****************
সুদর্শন প্রতিহার জন্ম ১৯৯১ সালের ১৯ শে নভেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গিলাবনী নামক একটি প্রান্তিক গ্রামে I বাবা অর্ধাংশু প্রতিহার ,একজন চাষী এবং মা কল্পনা প্রতিহার , গৃহিণী I
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করার পর বর্তমানে ভারতীয় বায়ু সেনাতে কর্মরত ...পোস্টেড গুজরাটে I এর পাশপাশি লেখালেখি সহ "নব-প্রয়াস" নামক একটি পত্রিকার সম্পাদনা করে থাকি I মূলত কবিতা এবং অনুগল্প বেশি লেখে থাকি তবে ; গল্প ,নাটক ,প্রবন্ধ সব রকমই কমবেশি লিখে থাকি I পশ্চিমবঙ্গ এবং বাংলদেশের বেশকিছু পত্রিকাতে এবং কাব্যসংকলনে বহুদিন যাবত লিখছি I
লেখকের হিসাবে সংকলন - "দুশ্চিন্ত ভবিষ্যৎ" ,"নবকিরণ" ,"নবারুষ" ,"ছড়াঙ্গন" ,বংলাদেশ থেকে "সেতু" এবং প্রকাশিতব্য ... "নবারুষ ২য় খন্ড" ,"নবকিরণ ২য় খন্ড" এবং "কাতিল অথবা ঈশ্বরের চোখ" ।
সম্পাদিত প্রকাশিত কাব্যসংকলনের নাম "নব-কিরণ"এবং  "নবারুষ" এবং প্রকাশিতব্য "নবারুষ ২য় খন্ড" এবং "নবকিরণ ২য় খন্ড" । 





No comments:

Post a Comment