বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
মৃত্যুগন্ধী ধ্রুবতারা
একটা ধ্রুবতারা মৃত্যুর গন্ধ শোঁকে রোজ।
রাতের সাথে তার ভাব নেই।
জেগে থাকা হিমবাহ হাত বাড়িয়ে দেয়।
নিভন্ত আলো, শূন্যস্থানের অসুখ বুকে নিয়ে
সে হাঁটে,
বহুদূর হাঁটে।
তিতাস বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর পাঠরতা। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখি। |
No comments:
Post a Comment