এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

প্রবীর রায়


বিভাগ : গল্প (অণুগল্প)


নাগরদোলা

কখনও বুঝতে পারেনি অনুজ,জিন্দাবাদ ধ্বনিগুলো এইভাবে একদিন দূরে সরে যাবেওপরে ওঠায় একটু ঝুঁকি ছিলইতার বেশ লাগতোএইযে এত লোকজ্ন এতকিছু চারিপাশেউন্নতির প্রথমে পৃথিবীটা খুবই ছোট ছিলতরপর বড় হতে হতে প্রায় আকাশ মাপেরমনে হত সবটাই তার

এপর্যন্ত ঠিকই ছিলকিন্তু নামাটায় যে খারাপ লাগা,আগে মনে হয়নিসরে যাচ্ছে সমস্ত মানুষজনচারিপাশটা ছোট হতে হতে শরীরের চৌহদ্দির মধ্যে চলে আসছে

-তুমি ভেবোনা,আমি খুব বড় উকিলের সাথে কথা বলেছিঠিক ছাড়িয়ে নিয়ে যাবো তোমাকে
রিম্পা বাবার হাতদুটো চেপে ধরলো গরাদের মধ্য দিয়েঅনুজের চেয়ে থাকা ভাবলেশহীন
-সব ঠিক হয়ে যাবেতুমি আবার ওপরে উঠবে, দেখো

ভাঙামেলার দড়িবাঁধা নাগরদোলা আর ছেঁড়া কাগজের ওড়াউড়ি ছাড়া আর কিছুই মনে পড়ছিলনা অনুজের

প্রবীর রায়
শ্যামলছায়া উকিলপাড়া
জলপাইগুড়ি
735101
ফোন 9434061794
                                                             



No comments:

Post a Comment