বিভাগ : গল্প (অণুগল্প)
নাগরদোলা
কখনও বুঝতে পারেনি অনুজ,জিন্দাবাদ ধ্বনিগুলো এইভাবে একদিন দূরে সরে যাবে।ওপরে ওঠায় একটু ঝুঁকি ছিলই।তার বেশ লাগতো।এইযে এত লোকজ্ন এতকিছু চারিপাশে।উন্নতির প্রথমে পৃথিবীটা খুবই ছোট ছিল।তরপর বড় হতে হতে প্রায় আকাশ মাপের।মনে হত সবটাই তার।
এপর্যন্ত ঠিকই ছিল।কিন্তু নামাটায় যে খারাপ লাগা,আগে মনে হয়নি।সরে যাচ্ছে সমস্ত মানুষজন।চারিপাশটা ছোট হতে হতে শরীরের চৌহদ্দির মধ্যে চলে আসছে।
-তুমি ভেবোনা,আমি খুব বড় উকিলের সাথে কথা বলেছি।ঠিক ছাড়িয়ে নিয়ে যাবো তোমাকে।
রিম্পা বাবার হাতদুটো চেপে ধরলো গরাদের মধ্য দিয়ে।অনুজের চেয়ে থাকা ভাবলেশহীন।
-সব ঠিক হয়ে যাবে।তুমি আবার ওপরে উঠবে, দেখো।
ভাঙামেলার দড়িবাঁধা নাগরদোলা আর ছেঁড়া কাগজের ওড়াউড়ি ছাড়া আর কিছুই মনে পড়ছিলনা অনুজের।
No comments:
Post a Comment