এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

প্রশান্ত রায়


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



II ভাবনারা  II
         
আকাশ আজও একলা,
আকাশের আড়ালে...
মনের কুয়াশার মাঝে-
অরক্ষিত মন, চায় -
ভোরের প্রথম স্পর্শ...

বসন্তের আঙিনায়,
শুভ্র চাঁদের আলো,
দিয়ে গিয়েছে;
বুক ভরা অন্ধকার...
শুষ্ক পাতার দহনে,
নিরন্তর কালো ধোঁয়ায়,
শত স্বপ্নের ধর্ষন...
বেরঙীন শিমুলেরা
ডাক দেয় অবেলায়...
জলের গভীর দাগে,
নীল হয় ক্লান্ত-
বিষণ্ণ পর্ণমোচীর নেশায়...
কোন সময়ের ঘেরাটোপে
সুর দিয়েছো তুমি,
ঘূর্ণিঝড়ের মাঝে...
রক্ত উষ্ণ হয়ে ওঠে
ভাব তরঙ্গের মুহুর্তে....
কত চিলেকোঠা
হাতছানি দিয়ে প্রান খোঁজে,
নিয়ন আলোর
দুর্বোধ্য নিঃশ্বাসে...
ভাবনা যত এক হতে চায় তোমাতে...
তারপর - সবই কল্পনার মালাগাঁথা,
আমার স্বপ্নের রক্তবিন্দু দিয়ে ...
এক আকাশ এঁকে চলেছি -
রক্তিম ভালবাসার ভাবনায়...

প্রশান্ত রায়
 বীরভূমের মানুষ
বর্তমানে বাংলা সাহিত্য ও গান নিয়ে কাজ করে চলেছেন...
পাশাপশি শিল্পকলার বিভিন্ন বিষয় যেমন ভাস্কর্য,নাটক,আলোকচিত্র ও চিত্রের  মাধ্যমে তার ভাবনা গুলো ফুটিয়ে তোলার অসমান্য প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন অদূর ভবিষ্যতের দিকে..


No comments:

Post a Comment