বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
ডায়াফ্রাম
বুক ফুলিয়ে চলা ট্রাক। শহরতলীর এই বন্দিশালায় সিস্টেম ক্যাকোফনিতে বিকারগ্রস্ত সন্ধ্যা।কারো শখ ফুলদানিতে কারো রেললাইনের মেটাল শব্দে।আমি আমার খুলি টোকাই।একটা ঝিঁঝিঁ ডেকে ওঠে।ডিলিউশনের আস্কারায় আমি নিজেই ঠকে যাই প্রতি গ্রীষ্মের নাদান ঠান্ডা হাওয়ার মতো করে।স্প্লিন্ট স্পার্কল সময়ের কথা বলি চলো টফি কুয়াশার অস্পৃশ্য ডায়াফ্রেমে।
বুক ফুলিয়ে চলা ট্রাক। শহরতলীর এই বন্দিশালায় সিস্টেম ক্যাকোফনিতে বিকারগ্রস্ত সন্ধ্যা।কারো শখ ফুলদানিতে কারো রেললাইনের মেটাল শব্দে।আমি আমার খুলি টোকাই।একটা ঝিঁঝিঁ ডেকে ওঠে।ডিলিউশনের আস্কারায় আমি নিজেই ঠকে যাই প্রতি গ্রীষ্মের নাদান ঠান্ডা হাওয়ার মতো করে।স্প্লিন্ট স্পার্কল সময়ের কথা বলি চলো টফি কুয়াশার অস্পৃশ্য ডায়াফ্রেমে।
ব্রতশুদ্ধ |
সম্পাদক- কারনেশন ম্যাগাজিনসম্পাদক-সিন্যাপস সাপ্তাহিক ব্লগজিনময়মনসিংহ, বাংলাদেশ। |
No comments:
Post a Comment