কবিতা : সাধারণ বিভাগ
ভোরের রিংটোন
(১)
অলীক এক চাঁদের মুখাপেক্ষী করে রেখে গেছ আমায়
বিছানায় একপাশে রাত নামে ...আরেকপাশে উঠে যায়
ভোর আর বালিশে এক জানলা ফারাক জেনেও
আকাশের দিকে মুখ করে শুই ...
তারা খসা আলো ।পেছনে ট্রেনের বাঁশি ।
কী এক অদ্ভুত স্টেশনের মুখাপেক্ষী করে রেখে গেছে তুমি
প্ল্যাটফর্মের একপাশে রেললাইন ...আরেকপাশে ঝাঁপ দিই রোজ
(২)
শেষ হবে'না জেনেই নিরাসক্ত হই
অপেক্ষা ...তোমায় ও নামে ডাকতে ইচ্ছে করে'না আর
রাতের ক্ষমতা কতটুকুই বা ...
শেষ মুহূর্তে নুইয়ে পড়ে যাবতীয় কথার পাল ।
তারপর এক স্মার্টফোন অন্ধকার । এক ইনবক্স অভিমান ।
এক রাতে শেষ হবে'না জেনেই নিরাসক্ত হই
ভোর ...তাও একটাই রিংটোন তোমায় মানায় প্রতিবার ।
জয়ীতা ব্যানার্জী গোস্বামী |
নিবাস - বাঁকুড়া
পেশায় - শিক্ষিকা
কবিতা লিখছি গত দুবছর ধরে ।
কবিতা নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা একরকম নেশা ।
প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ : জোনাকীর ডাকবাক্স ( জ্ঞানপীঠ প্রকাশন )
Joyeetar kobita manei chomok. Mugdhota. Maya..ekhaneo tai
ReplyDeleteVery well said !
DeleteThanks Mahua !
Very well said !
DeleteThanks Mahua !
Thank u so much mahua and arup da
ReplyDeleteThank u so much mahua and arup da
ReplyDelete